৪১তম বিসিএস রিটেন প্রস্তুতি - আন্তর্জাতিক বিষয়াবলি - Ema Halima
৪১তম বিসিএস রিটেন প্রস্তুতি
আন্তর্জাতিক বিষয়াবলি কিভাবে পড়বেন (সাজেশন)
--------------------------------------
★প্রথমে ৩৫-৪০তম লিখিত প্রশ্ন শেষ করবেন।
★বাংলাদেশ,দক্ষিণ এশিয়ার ম্যাপ চীন সহ, মধ্যপ্রাচ্যের ম্যাপ , ভারত -বাংলাদেশ এটাচ ম্যাচ , ওয়ানবেল্ট ওয়ান রোড ম্যাপ শিখে ফেলুন,আফগানিস্তানের ম্যাপ,ফিলিস্তিন ম্যাপ
★গতবছরের ও এবছর গুরুত্বপূর্ণ ঘটনাজুড়ে ছিলো চীন নেপাল ভারত সীমান্ত বিরোধ,তালেবান -মার্কিন চুক্তি,ব্রেক্সিট,ইরান ইস্যু, মধ্যপ্রাচ্যের চুক্তি, জলবায়ু সম্মেলন এবং জাতিসংঘের হীরকজয়ন্তী, করোনা ভ্যাকসিন কূটনীতি, মার্কিন নির্বাচন ও সুচির ক্ষমতাচ্যুত হওয়া
নিচের ইস্যুগুলো পড়তে পারেনঃ
★ভারত -বাংলাদেশ সম্পর্ক ও দ্বন্দ্ব
★চীন -বাংলাদেশ সম্পর্ক
★চীন-ভারতের বাংলাদেশ ডিপ্লোম্যাসিতে বাংলাদেশ কিভাবে ভারসাম্য রক্ষা করবে।
★রোহিঙ্গা সমস্যা ও সমাধান
★ভারত -চীন সম্পর্ক ও দ্বন্দ্ব
★ভারত কী তার প্রতিবেশী হারাচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির গতিপ্রকৃতি
★বাংলাদেশ সম্প্রতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে। ক্রমেই এ দক্ষিণ এশিয়া সহ ও পরাশক্তির দেশগুলোর কাছে বাংলাদেশের ভূরাজনীতি গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।এর পরিপ্রেক্ষিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরুন।
★ইউরোপীয় ইউনিয়নের গঠন, লিসবন চুক্তি ও আর্টিকেল ফিফটি কী? ব্রেক্সিটের কারণ ও ফলাফল কী হতে পারে?
★জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা লিখুন
★ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিগত পটপরিবর্তন ও ইসরায়েলের সাথে নিত্য নতুন মিত্রতা ও চুক্তি কী স্বাধীন ফিলিস্তিনের আশা অকল্পনীয় করে তুলবে?
★ইরান ইস্যু
★প্যারিস জলবায়ু চুক্তি ;জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ কী ভূমিকা রেখেছে?
★চীনের অর্থনৈতিক উত্থান ও চীন -মার্কিন দ্বন্দ্ব
★জাতিসংঘের সংস্কার ইস্যু, শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ভূমিকা
★স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রাপ্তি ও প্রত্যাশা।
★করোনা ভ্যাকসিন কূটনীতি ও বৈশ্বিক পদক্ষেপ
★আফগানিস্তানের তালেবানের বিজয়ের ফলে ফলে ভূরাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কি না,আফগানিস্তান তালেবান ক্ষমতায় আসায় ভবিষ্যতে কী হবে?
কম গুরুত্বপূর্ণ ইস্যু
★আজারবাইজান আর্মেনিয়া
★ইয়েমেন ইস্যু
★দক্ষিণ চীন সাগরে আধিপত্য
★কুর্দি সংকট
জেনে রাখা ভালো
ভারতের ৩৭০ আর্টিকেল, এনআরসি, হরমুজ প্রণালী, জিসিসি,ওয়ান বেল্ট ওয়ান রোড,জনকূটনীতি, অর্থনৈতিক কূটনীতি, সংবিধানের ২৫নং অনুচ্ছেদ, গনহত্যা, যুদ্ধাপরাধ,সমুদ্র বিজয় ও অর্থনীতি,এফডিআই ও বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা।
★প্রবলেম সলভিং এর জন্য আলাদা সাজেশন দিয়েছি এটা দেখে নিবেন।
★আমার কাছে যা গুরুত্বপূর্ণ লেগেছে তাই বলেছি ;আপনি আপনার সাজেশন নিজের মতো করে বানাবেন।
পার্ট সি
Problem solving
--------------------------
১।সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বাংলাদেশ শীতলতা দেখিয়েছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব মাথায় রেখে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে ভারত।এনআরসি ইস্যু নিয়ে ভারতের প্রভাবশালী অনেক নেতার বক্তব্যে বাংলাদেশ বিব্রত।ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক রেখে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসেবে এনআরসি ইস্যুতে বাংলাদেশের অবস্হান ও কী ধরনের করণীয় হতে পারে ব্যাখা করুন।
২।রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি হলেও বাস্তবায়িত হয়নি
।সামরিক সরকার সুচিকে ক্ষমতাচ্যুত করেছে।এহেন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন আরো জটিল হয়েছে।পররাষ্ট্র দপ্তরের কর্মকতা হিসেবে সমস্যা সমাধান ও চুক্তি বাস্তবায়নে আপনার করণীয় কী?
৩।২৫ই মার্চের গণহত্যা ইতিহাসের এক নৃশংস গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে ঘটিয়েছে।এই গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া এবং এই ভয়াল কালো রাত্রিকে গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য দপ্তরের কর্মকতা হিসেবে আপনার করণীয় কী?
৪।পাকিস্তান একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চায়নি।বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। মূলত বৈরিতা ও অতীত ইতিহাসের ফলে দুদেশের সম্পর্ক এখনো ভালোভাবে গড়ে উঠেনি।পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে।
৫।কয়েকটি পরাশক্তির বিরোধিতার ফলে রোহিঙ্গা সমস্যা সমাধানের টেকসই পথ বের করা সম্ভব হচ্ছে না।আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বের দেশগুলোকে নিয়ে কীভাবে সমাধানের করা যায় তার একটি কর্মকৌশল বের করুন।
৬।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সার্কের অনেক রাষ্ট্রপ্রধান সফর করেছেন। সার্ক দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে বিনিয়োগ ও কূটনীতিগত সম্পর্ক বৃদ্ধিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
৭।দেশী বিদেশী বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল, এলডিসি উত্তরণ ও আইএমএফ রিপোর্টে প্রবৃদ্ধির ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে।কিন্তু বিনিয়োগে নানাবিধ জটিলতায় বিদেশী বিনিয়োগকারীদের যথাযথ আর্কষণ করতে পারছে না।বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
৮।বাংলাদেশ বর্তমান সিভিএফ সভাপতি। বাংলাদেশ বরাবরাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভয়েজ হিসেবে কাজ করার চেষ্টা করেছে।কিন্তু বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা ও ক্ষতিগ্রস্ত হওয়া দেশ।বাংলাদেশ জলবায়ু কূটনীতির মাধ্যমে কিভাবে ক্ষতির জন্য আর্থিক ও কারিগরি সহায়তা পেতে পারে তার উপায়গুলো লিখুন।
৯।ভ্যাকসিন কূটনীতি ও কোভাক্সের মাধ্যমে বাংলাদেশ করোনা প্রভাব মোকাবিলায় সচেষ্ট হয়েছে।করোনায় বিভিন্ন দেশের কূটনীতিগত সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং করোনা মোকাবিলায় কী পদক্ষেপ নিতে পারে তার উপায়গুলো লিখুন।
১০।মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকরা বিভিন্ন হয়রানি নির্যাতনের শিকার হোন এমনকি মৃত্যুর সংখ্যাও বেড়ে চলছে।এক্ষেত্রে পররাষ্ট্র দপ্তরের কর্মকতা হিসেবে করণীয় কী?
১১।তিস্তা নিয়ে সাম্প্রতিক চীন -বাংলাদেশ চুক্তি ভারত সহজভাবে নেয়নি।এছাড়া সীমান্ত ইস্যু ও অসম বানিজ্য নিয়ে স্বার্থগত অসমতা রয়েছে।এ সমস্যা নিরসনে কী করা যেতে পারে?
১২। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে ভারত ও চীনের মধ্যে একধরনের কূটনীতিগত কৌশল বিরাজ করছে।দুই দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কীভাবে স্বার্থ আদায় করা যাবে তার উপায়গুলো লিখুন।
Comments
Post a Comment