৪১তম BCS রিটেনের প্রস্তুতি - পোস্ট নং(০৩) - MD Al-amin Hossen Munna

পোস্ট নং ০৩ (৪১তম BCS লিখিত) 

 ৪১তম বিসিএস প্রার্থীদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সবগুলো বিষয় মিলে ৪৫০ নম্বর তোলা (ডিফেন্সিভ ওয়েতে)।  তারপর ক্রমশ নম্বর আরো বৃদ্ধির চেষ্টা করা পররাষ্ট্র, এডমিন,পুলিশ ক্যাডার পাওয়ার জন্য। 

★টার্গেটঃ

১। প্রথম টার্গেট  প্রতি বিষয়ে ৩০ এর বেশি নম্বর  তোলা (৩০ এর নিচে পেলে ০০ কাউন্ট হয়)

২। দ্বিতীয় টার্গেট সবগুলো বিষয় মিলে ৪৫০ নম্বর তোলা ( সবগুলো বিষয়ে ৫০% নম্বর না পেলেও চলবে। কোন বিষয় ১০০ এ ৩০ ও কোন বিষয় ১০০ এ ৭০ এভাবে মোট ৪৫০ পেলেও চলবে।)

৩। তৃতীয় টার্গেট কাঙ্খিত ক্যাডার পাওয়ার জন্য ৫৬০+ নম্বর পাওয়া।

★নম্বর তোলার সেরা বিষয় মানসিক দক্ষতা(৫০) বাংলা ১ম পত্র(১০০), বিজ্ঞান(১০০) 

★কারো সাথে নিজেকে তুলনা না করে বরং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করুন। সৃষ্টিকর্তা আপনাকে নিরাশ করবেন না। 

[বিঃদ্রঃ ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। সবকিছু আপনার মতের সাথে নাও মিলতে পারে। Better কোন পরামর্শ থাকলে অবশ্যই শেয়ার করবেন,ধন্যবাদ। ]




Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ