৪১তম BCS রিটেনের প্রস্তুতি - পোস্ট নং(০২) - MD Al-amin Hossen Munna
৪১তম BCS রিটেনের প্রস্তুতি - পোস্ট নং(০২) - MD Al-amin Hossen Munna
৪ লক্ষ (৪লক্ষ৪ হাজার৪১৯জন) পরীক্ষার্থীর মধ্যে আপনি ২১হাজারের(২১০৫৬) মধ্যে আছেন, এটা বিশাল ব্যাপার।) নিশ্চয়ই আপনার পরিকল্পনা,বাস্তবায়নের রোডম্যাপ এবং ধৈর্য আপনাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।আশা রাখি বাকীটা পথ পাড়ি দিতে নিজের সেরাটা দিয়ে আপনি চেষ্টা করে যাবেন।(এই মুহুর্তে ২১৩৫টি পদের মধ্যে নিজেকে আবিষ্কারের নেশায় আপনি ব্যস্ত থাকুন আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। নিশ্চয়ই ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে।শেষ হাসির মধ্যে দিয়েই যেন গল্পটা শেষ হয়.......💌 অপেক্ষায় থাকলাম। )
৪১ তম লিখিত পরীক্ষার বাংলা ২য় পত্রের ডিফেন্সিভ প্রিপারেশনঃ(৪০+১৫=৫৫ নম্বর) তো পাবেনই এমনকি আরো বেশিও পেতে পারেন।
★★★এছাড়া আরো পেতে পারেন
২৫০ নম্বর (শেষ পর্যন্ত পড়ুন)
★বাংলা রচনাঃ(৪০)
৩৬ তমঃ জাতীয় উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা
৩৭ তমঃ মুক্তিযুদ্ধ জাদুঘর
৩৮ তমঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
৪০ তমঃ মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় অঙ্গীকার
সুতরাং ৪১ তম বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের উপর একটা রচনা থাকার সম্ভাবনা ৯৯.৯৯% রয়েছে।
★ সংলাপ/পত্র লিখন বা প্রতিবেদন / গ্রন্থ সমালোচনাঃ(১৫)
৩৬ তমঃ→প্রবীণ মুক্তিযোদ্ধা নিয়ে সংলাপ
→সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিয়ে ৷ প্রতিবেদন
→মুক্তিষুদ্ধ জাদুঘর নিয়ে পত্র
→বাংলার ইতিহাস মুলক গ্রন্থের সমালোচনা
৩৭ তমঃ→মুক্তিষুদ্ধভিত্তিক উপন্যাসের সমালোচনা
৩৮ তমঃ→অসমাপ্ত আত্মজীবনী /কারাগারের । রোজনামচা গ্রন্থের সমালোচনা
৪০তমঃ → বাঙ্গালির ইতিহাস বিষয়ক গ্রন্থের সমালোচনা
সুতরাং ৪১ তম বিসিএস এ ভাষা আন্দোলনের বা মুক্তিযুদ্ধের উপর লেখা উপন্যাস, নাটক, কবিতা, গল্প অথবা অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনামচা থেকে সংলাপ/পত্র/প্রতিবেদন/গ্রন্থ সমালোচনা আকারে আসার সম্ভাবনা ৯৯.৯৯% রয়েছে।
★শেষ কথা বাংলার ইতিহাস, মুক্তষুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানুন আর ৪০+১৫=৫৫ নম্বর অর্জন করুন।
[বিঃদ্রঃ বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুকে জানলে আরো যে সুবিধা পেতে পারেন তা হলো
১। বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বর(ইতিহাস অংশ) (সিলেবাস দেখুন)
২।বাংলা ১ম পত্রে ২৪নম্বর আসতে পারে (ভাবসম্প্রসারণ/সারমর্ম) + ছোট প্রশ্নে ২/৪( মুক্তিযুদ্ধভিত্তিক/ভাষাআন্দোলন ভিত্তিক উপন্যাস / নাটক)
৩।ইংরেজিতে ৬০ নম্বর আসতে পারে ( বঙ্গানুবাদ ২০+ রচনা ৪০ যেমনঃ রচনা Liberation war বাংলায় জানলে ইংরেজিতে লেখা যাবে )
৪।গণিতে ১/২ নম্বর আসতে পারে (মানসিক দক্ষতার প্রশ্ন) যেমনঃ তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন ___ সাহেবের কথা।
৫।অান্তর্জাতিকে ২০ নম্বর আসতে পারে ( মুক্তিযুদ্ধে বহিঃবিশ্বের অবদান)
সুতরাং ৫০+২৪+৬০+২+২০=১৫৬ নম্বর থেকে ২০০ নম্বর থাকতে পারে +ভাইভাতে ৩০/৫০ নম্বর =২৫০ নম্বর পেতে পারেন।
শুভ কামনায়.......
মুন্না স্যার,৩৫ তম বিসিএস, গণিতে ১ম স্থান।
Comments
Post a Comment