৪১তম BCS রিটেনের প্রস্তুতি - পোস্ট নং(০১) - MD Al-amin Hossen Munna

৪১তম BCS রিটেনের প্রস্তুতি - পোস্ট নং(০১) - MD Al-amin Hossen Munna


যারা প্রিলিতে পাশ করেছেন,তাদের উচিত হবে সময় নষ্ট না করে রিটেনের প্রস্ততি শুরু করা। যারা এ বারই প্রথম রিটেন দিবেন তাদের হাতে যেহেতু সময় কম সেহেতু তাদের উচিত হবে প্রতিটি বিষয়  কৌশল করে পড়াশুনা করা।আর যারা আগেও রিটেন দিয়েছেন তাদের উচিত হবে নিজেকে আরো সমৃদ্ধ করা। আসুন পড়া শুরু করি.....

১।গণিত মানসিক দক্ষতা  অংশঃ

এ অংশে নম্বর তোলা সবচেয়ে সহজ।যারা বুদ্ধিমান তারা এ সুযোগটা কাজে লাগায়। তারা  নিয়মিত এ অংশ চর্চা করে ৫০ এ ৪৫+ নম্বর তুলে।আপনিও নিশ্চয়ই কৌশলী হবেন। প্রতিদিন পড়ার রুটিনে ১ ঘন্টা সময় রাখুন মানসিক দক্ষতা অংশের জন্য। 

২।গণিত গাণিতিক যুক্তি অংশঃ

অনেক গুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এ তিনটি চ্যাপ্টার আগে শেষ করুন। কারণ এ অংশ থেকে প্রতিবছরই প্রশ্ন আসে।

★মান নির্ণয়.................... ০৫

★ ত্রিকোণমিতি............... ০৫

★উৎপাদক...........২.৫ বা ০৫

এ অংশের প্রস্তুতি নিন ডিফেন্সিভ ওয়েতে। সব অধ্যায় এলোপাতাড়ি না করে যে সকল অধ্যায় থেকে প্রতি BCS এ প্রশ্ন এসেছে সে অধ্যায়গুলো আগে শেষ করুন।(এই তিন চ্যাপ্টার শেষ হলে আবার নতুন তিনটি চ্যাপ্টার নিন।)

আগামী ১ সপ্তাহ রিটেনের প্রস্তুতি কিভাবে নিবেন তার উপর প্রতিদিন পোস্ট দেওয়া হবে।আপনি চাইলে সাথে থাকতে পারেন।শুভকামনা সবার জন্য। 

       (আলোচনায়ঃমুন্না স্যার,৩৫তম BCS, গণিতে ১ম)

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ