41st BCS Preliminary Exam - Last few days Part 3 of 3 (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা
#টার্গেট_৪১
#পর্ব_(৩/৩)
২৯ ডিসেম্বর,২০১৭ আমার ৩৮তম বিসিএস প্রিলি পরীক্ষা হয়। প্রিলি পরীক্ষার ঠিক একমাস একদিন আগের একটি ঘটনার কথা বলবো।
তখন আমার প্রিলির প্রিপারেশন তুঙ্গে। কয়েকটা সিরিজের বই পড়েছি। বিগত বছরের সবপ্রশ্ন অগণিত বার রিভিশন দিয়েছি। জব সল্যুশান শেষ করেছি। রিসেন্ট ঘটনা ভালোমত পড়েছি। আর ডাইজেস্টও কয়েকটা পড়েছি। মানে হল দুর্দান্ত প্রিপারেশন নিয়ে আমি প্রস্তুত প্রিলি পরীক্ষার জন্য।
২৮ নভেম্বর,২০১৭। বাসায় একটা মডেল টেস্টের বই ছিলো। মনে হলো একটা মডেল টেস্ট দিয়ে দেখি কী অবস্থা। মহাযজ্ঞ শুরু করলাম। ঘড়িতে সময় ধরে এলার্ম দিলাম। বৃত্ত ভরাট করার জন্য এমসিকিউ শীট ডাউনলোড করে প্রিন্ট দিলাম। প্রশ্ন দ্বৈবচয়ন পদ্ধতিতে বাছাই করলাম। এবং পরীক্ষা দিতে বসলাম।
দেড় ঘন্টা পরের ঘটনা। প্রথমে কয়টা ভুল কিংবা সঠিক হিসাব করলাম না। গুনে দেখলাম আমি মোট ১৮৫টা উত্তর করেছি। মনে তখন চরম আত্মবিশ্বাস। হাতমুখ ধুয়ে নাস্তা করে উত্তর মিলানোর জন্য বসলাম।
আমি ১২৭টা সঠিক উত্তর করেছি। মনে মহা আনন্দ। এরপর আসল ক্যালকুলেশন শুরু হলো। আমি দাগালাম ১৮৫টা আর সঠিক হলো ১২৭টা। হঠাত করেই বুকে মোচড় দিলো। আমার তো ৫৮টা ভুল মানে ২৯নাম্বার কাটা। তাহলে নাম্বার পাবো মাত্র (১২৭-২৯)=৯৮। এই নাম্বার পেলেতো টিকবো না। কিছুক্ষণের জন্য মাথা ঝিম ঝিম করা শুরু করলো। আমি কিন্তু তখন মহাপ্রস্তুতি শেষ করেই পরীক্ষা দিতে বসেছিলাম।
বুঝতে পারলাম প্রস্তুতিতে কিছু গলদ আছে। সোজা নীলক্ষেত চলে গেলাম। আর ৪টা মডেল টেস্টের বই কিনে ফিরলাম। পরবর্তী ২৫ দিনে ৫টা বইয়ের ১৩০টা মডেল টেস্টে পরীক্ষা দিলাম। এবার আসল কাহিনী বুঝতে পারলাম। শেষের দিকে পরীক্ষা দিয়েও আমি ১২৫-১৩৫টা কারেক্ট করতাম। কিন্তু ভুলের সংখ্যা কমে গেলো অপ্রত্যাশিতভাবে। দেখা যেতো আমি দাগাচ্ছি ১৪০-১৪৫টা আর সঠিক হচ্ছে ১৩০-১৩৫টা। মানে হলো গ্রস নাম্বার আমার ১২০+ থাকে। এই ঘটনা আমাকে পরীক্ষার হলে খুব সাহায্য করেছিলো। আমি কনফিউশন কিংবা আন্দাজে দাগাতে পারতাম না। হাত চলতো না। শুধু যেগুলো জানি সেগুলোই দাগাতাম। এর মধ্যেও ১০% ভুল হতো। কিন্তু সব মিলিয়ে প্রাপ্ত নাম্বার ১২০-১২৫ সবসময় থাকতো। বুঝে গেলাম টেকনিক।
প্রস্তুতির সাথে অনুশীলন যোগ করুন। আপনি হবেন দ্বিগুন ধারালো।
ধন্যবাদ
সৌরভ বিজয়
বিসিএস পররাষ্ট্র (মেধাস্থান-৪র্থ)
৩৮তম বিসিএস।
Comments
Post a Comment