কলম সমাচার - Abdullah Al Mamun (17 January 2017)
#কলম_রিভিউ৩৭ ...গতবার ৭টি কলমের রিভিউ দিয়েছিলাম। এবার আরো ২টি সহ ৯টি কলমের রিভিউ দিলাম। রিভিউ পড়ে আপনার জন্য কোনটা ভাল সেটা বাছাই করতে পারবেন সহজেই 🙂 ...{ ৩৬ এর সময়ে দেওয়া কলম রিভিউ কারো উপকারে লাগছে কিনা জানি না 😛 😛 )
______________
অসির চেয়ে মসী শক্তিশালী। আর এই মসী বা কলম নিয়েই আমারা এক্সাম দিতে যাব 😉 । পরীক্ষার হলে এই মসীই আমাদের তলোয়ার(অসি),এটাই আমাদের Bayonet... 😃 এই মসীই আমাদের AK-47 😛 😛 😛 ...আমারা ব্রেইন-ওয়াশড জঙ্গী নই, আমরা BCS Gladiator 🙂
____________
1. Linc Gliss: কলমটির বডি কালো ও শরীরে সিলভার রঙয়ের ডোরা কাটা দাগ 😉 । ওজনে খুবই পাতলা। কলম দেখে চিন্তাই করতে পারবেন না যে কতটা পাতলা এই কলম। কলমের নিবটা Pin-point Nib। তাই কলমের লেখা চিকন। কলমের লেখা খুবই Smooth আর কালি শুরু থেকেই পুরাতন কলমের মত গাঢ়। ফলে এই কলম আগে থেকেই লিখে কালি গাঢ় করার ঝামেলা নাই, অনেক লিখে নিব Smooth করার ঝামেলা নেই। অনেক লেখার পরেও কালির প্রবাহ (Ink Flow) একই থাকে, একই রকম কালির প্রবাহ অধিক লেখার জন্য পারফেক্ট। কলমের বডি ১ ইঞ্চি মোটা।চিকন বডির কলম একটু বেশি চাপ দিয়ে ধরতে হয়, এরফলে ১ ইঞ্চির কম চিকন কলমে দীর্ঘক্ষণ লিখলে আঙ্গুলের গোড়ায় ব্যাথা হয়। কিন্তু এই Linc Gliss কলমে আঙ্গুল ব্যাথার সম্ভাবনা কম। এই কলমের একটা নেগেটিভ দিক হচ্ছে, কলম ধরার স্থানে আলাদা রাবার গ্রিপ নাই। ফলে যাদের হাত ঘামে তাদের একটু অসুবিধা হতেও পারে। দাম ১০টাকা।
_______________
2. Matadore Radiant: এই কলমটির সকল বৈশিষ্ট্য Linc Gliss কলমের সাথে মিলে যায়। এটাও ১ ইঞ্চি মোটা কলম। নিবটা Pin-point। লেখা Smooth, শুরু থেকেই পুরাতন কলমের মত কালি। অনেক লেখার পরেও কালির প্রবাহ (Ink Flow) একই থাকে। লেখায় আঙ্গুলের গোড়ায় ও ডগায় ব্যাথা হয় না। এই কলমের একটা পজিটিভ দিক হচ্ছে এটার ধরার স্থানে আলাদা রাবার গ্রিপ আছে, তাই হাত ঘামলেও সমস্যা হবে না। আর একটা নেগেটিভ দিক হচ্ছে, কালি একটু বেশি গাঢ়। তাই খুব দ্রুত কালি শেষ হয়ে যায়। কিন্তু লেখা যায় আরামে। কলমটির দামও ১০ টাকা।
______________
3. Matador i –Teen- কলমটা আকার অনুযায়ী খুবই পাতলা। Matador Orbit এর চেয়ে কিঞ্চিৎ মোটা তাই আঙুল ব্যাথা করে না। আঙ্গুলের উপর প্রেসার কম পড়ার কারনে হাত ব্যাথাও করে না। কালির রঙ আর লেখার smoothness নিয়ে আমি সন্তুষ্ট। দ্রুত লেখার জন্য Perfect । দাম-১০টাকা
______
4. Matador Glory- এটা i-Teen এর চেয়ে একটু বেশি মোটা কলম। আর Nib টাও মোটা হওয়ায় লেখাও একটু মোটা হয়। কিন্তু লেখা খুবই Smooth. তবে হাত ঘামার সমস্যা যাদের আছে তারা হাত ঘামালে একটু হলেও সমস্যায় পড়বেন। দাম-৫টাকা
__________
5. Matador Pinpoint- কলমের বডিটাই রাবার টাইপের। তাই গ্রিপিং ভাল হয়। কালির রঙ ঠিক আছে। কিন্তু Smoothness একটু কম। লিখতে গেলে একটু খশ-খশা লাগে।এই কলম শুরু থেকেই ফ্রী না। প্রচুর দাগা-দাগী করে বা পেপারে অনেক স্কেল করে নিবটা ফ্রী করা যায় কিন্তু তখন কালি একটু বেশি বেড় হয়। তবে Nib 0.5 হওয়াতে দাগ চিকন হয়, দেখতেও ভাল লাগে। দাম-৫টাকা
___________
6. Matador Envoy- কলমটা matador orbit এর মতই একটু চিকন। কিন্তু কলমের গ্রিপে এক্সট্রা রাবার থাকায় ধরতে কোন সমস্যা হয় না। ফলে কলম চিকন হলেও কলম ধরতে আঙুলের চাপ দিতে হয় কম একারণে আঙুল ব্যাথা করে না। কালির রঙ আর Nib এর Smoothness এ আপনি সন্তুষ্ট হবেনই। দাম-১০টাকা
__________
7. Good Luck Smart-X:- কলমটা দেখতে সুন্দর। লেখাও ভাল। এটা Matador i-Teen এর সাইজের। কিন্তু এটার গ্রিপ এ এক্সট্রা রাবার আছে, যা Matador i-Teen এ নাই। আঙুল ব্যাথার সমস্যা নাই। কালির রঙ আর Nib এর Smoothness টা Matador i-Teen এর কাছা-কাছি। কলমটা দেখতেও স্মার্ট। দাম -১০টাকা
_________
8. Linc Glycer -L.V- এই Glycer-L.V টা ভাল। আমি কয়েকদিন যেটা ব্যবহার করেছি সেটা ছিল Linc Glycer-fine, এটা একেবারেই যাচ্ছেতাই কলম। কিন্তু Glycer-L.V টা খুবই ভাল। গ্রিপে এক্সট্রা রাবার আছে, তাই ধরতে সুবিধা। Smoothness কিছুটা কম, কিন্তু কালির রঙ আর কালির Flow একদম পারফেক্ট। দাম-১০টাকা
__________
Matadore Pinpoint আর Linc-glycer. L.V ছাড়া বাকী সব কলমেই শুরু থেকেই কালির একদম Free Flow পাবেন। ফলে মনেইহবে না যে নতুন কলম দিয়ে লিখছেন। তবে একটু বেশি লিখলে এই ২টা কলমও সহজেই Free Flow হয়ে যাবে।
_______________
9. লাল-নীল-সবুজ কলমাবলিঃ নীল রঙয়ের কালিতে পরীক্ষায় কোটেশন লেখা বা অন্যকোন লেখা Underline করার জন্য Linc-Ocean Blue সবচেয়ে ভাল। আমি লাল ও সবুজ (বইয়ে দাগানোর জন্য) আর নীল কালির কলমের জন্য বিগত ৪/৫ বছর যাবৎ Linc-ocean ব্যবহার করছি। আমি খুবই সন্তুষ্ট। লাল-নীল-সবুজ এই তিনখানা মৌলিক রঙয়ের কালির জন্য Linc-ocean এর ধারে কাছেও অন্যকোন কলম নাই। 🙂 🙂 🙂
___________
৪ জানুয়ারী যোদ্ধা জাতি উপকৃত হলে এই রিভিউ ধন্য। 🙂 🙂 🙂 🙂
**আমি Wholesale দোকান থেকে কিনেছি তাই স্থানভেদে ১০টাকার কলমের দামের হেরফের হতে পারে।
_____________
#বি.দ্র. -- যে কলম গুলোর কথা বলেছি এগুলাই আপনাকে ব্যবহার করতে হবে তা কিন্তু না। আপনি এতদিন যেটাতে লিখে Comfort Feel করতেন সেটাতেই লিখবেন। ...এখান থেকে শুধু আপনার Existing Comfort Zone টাকে একটু Justify করে নিবেন। আরো ভাল অপশন না পেলে সহজে চেঞ্জ করবেন না।
________
ধন্যবাদ ১২ ফেব্রুয়ারির সব লিখিত পরীক্ষার্থীদের।
Abdülláh Al Màmûñ
Comments
Post a Comment