41st BCS Preliminary Exam - Last few days Part 2 of 3 (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা
#টার্গেট_৪১
#পর্ব_(২/৩)
একটা কথা আছে, সময়ের কাজ অসময়ে অনেকেই পারে। কিন্তু সময়ে পারলেই তাঁকে ওস্তাদ বলে। মুখে বুলি আওড়ানোর চেয়ে যেমন কাজ করা কঠিন তেমনি পরামর্শ দেয়ার চেয়ে মেনে চলা অনেক কঠিন। তাই আমরা যাই পরামর্শ দেই না কেন, আপনি নিজের জন্য কিছু না বানালে আশায় গুড়ে বালি হবে।
সত্যি কথা বলতে কী জানেন, বিসিএস শুধুই একটা চাকরি। তাই এই চাকরিটার জন্য পরিশ্রম না করে নিজের স্বপ্নপূরণের জন্য পরিশ্রম করুন। আর স্বপ্নটাই যদি হয় ক্যাডার সার্ভিসে জয়েন করা তাইলে তো কথাই নাই। বিসিএস এর জন্য পড়তেছি না ভেবে নিজের জন্য পড়ুন। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। সাফল্যের সাথে সম্মানও আসবে বাড়তি পাওনা হিসেবে জ্ঞানের পরিধিও বাড়বে।
সব কিছুর সময় আছে। দীর্ঘ প্রস্তুতির জন্য যেমন প্রিলি+লিখিত প্রস্তুতি নেয়া ভালো তেমনি প্রিলির তারিখ জানার পর লিখিতের চিন্তা করা হানিকর। এবার ফোকাস করুন প্রিলিতে। লিখিত পরীক্ষায় কোন ফিক্সড সঠিক উত্তর নেই তবে প্রিলিতে আছে। এখানে আপনি কেবল এবং কেবলমাত্র সঠিক গোল্লা ভরাটের জন্যই নাম্বার পাবেন।
কিছু স্পেসিফিক কথা বলি। আপনি যদি স্মার্ট প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি বাংলা সাহিত্যের প্রিপারেশনে আধুনিক যুগের(১৫ নাম্বার) প্রস্তুতির কথা ভাববেন। কিন্তু আপনি যদি অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন তাহলে প্রাচীন+মধ্য যুগে(০৫ নাম্বার) ডুব দিবেন। আধুনিক যুগ দেখতে লোভনীয় হলেও কমন পড়বে এমন গ্যারান্টি নাই তবে প্রাচীন+মধ্যযুগের নাম্বার অনায়াসেই পেতে পারেন। তবে আধুনিক যুগের ১৮০০-১৯০০ ভালো আয়ত্বে থাকলে গড়পাত্তাই উতরে যাবেন।
ইংরেজি সাহিত্যের অনার্স করা না থাকলে বুদ্ধিমানের কাজ হবে শুধু বিগত বছরের প্রশ্ন পড়া। প্রশ্ন কঠিন করলে মুচকি হেসে ভাববেন সবাই মারা খাইছে, আমি একা না 😛 । তবে গ্রামারে একটু বেশি অনুশীলন আপনাকে এগিয়ে রাখবে।
বাংলাদেশ যখন পড়বেন তখন আগের প্রশ্নের টাইপগুলো দেখে নিন। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে ৪-৫ নাম্বার আর শুধু সংবিধান থেকেই ৮-৯ নাম্বার পেয়ে যাবেন। একটু আপ-টু-ডেট থাকলে জিডিপি+বাজেট+সাম্প্রতিক থেকেও ৩/৪টা কমন পড়বে।
আন্তর্জাতিকে High Hope না রাখাই ভালো। ২০ এর মধ্যে ৮/৯ যথেষ্ট। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি একবার রিটেনের কমপ্লিট প্রিপারেশন ছাড়া আন্তর্জাতিক বাগে আনা সম্ভব না।
প্রতিদিন তারিখ পরিবর্তন হচ্ছে সাথে ঘটনার পালাবদল হচ্ছে। এখন এসব না দেখে পুরানো বইয়ের পাতায় মন রাখুন। সকল সাম্প্রতিক পরীক্ষার আগের সপ্তাহে দেখলেই হবে।
বনের বাঘে খায় না মনের বাঘে খায়- কথাটা শুনেছেন না? বিসিএস এর জন্য এটা অনেক রিলেটেড। প্রতিদিন নিজেকে জাজ করতে যাবেন না। আমি এটা কেন পারলাম না, ঐটা কেন মনে নাই- এসব না ভেবে বরং যেটা পারেন না সেটা শিখে ফেলেন। পরীক্ষার হলে পারলেই হবে।
দিনশেষে সব কিছু আপনার হাতে না। আপনি শুধু পরিশ্রমটাই করতে পারবেন। বাকীটা ছেঁড়ে দিন তার হাতে যিনি নিজের কাজ ভালোমত জানেন।
দেখা হবে পরের পর্বে…………
ধন্যবাদ
সৌরভ বিজয়
সুপারিশপ্রাপ্ত পররাষ্ট্র(৪র্থ), বিসিএস-৩৮।
Comments
Post a Comment