41st BCS Preliminary Exam - Last few days Part 1 of 3 (Sourov Bijoy)

 #সিভিল_সার্ভিস_পরীক্ষা

#টার্গেট_৪১

#পর্ব_(১/৩)

এই বিসিএস এর প্রতি এত মোহ কেন? দেশে থেকে কী হবে? এসব তো ঘুষের চাকরি, পারবা করতে? টাকা ছাড়া এসব হয় না জানো তো? দেশে কয়জন গবেষক আছে? বিদেশ চলে যাও, এই দেশে কিছু হবে না! 

এসব প্রশ্নের পরও যদি আপনি ১৯মার্চের কথা ভেবে থাকেন তবে আপনি দোষের কিছু করেন নাই। মানুষের কথায় কান না দিয়ে এই দুই মাস খাটুন। হয়ে গেলে মানুষ আপনার মোবাইল নাম্বারের জন্য আপনাকে ঘাটাবে। যাই হোক এসব কথা এই সময়ে মনে না রাখাই ভালো। ভালো মানুষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। 

কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে তা পরের দুই পর্বে বলবো। এই পর্বে অন্য কথা। 

মনে রাখবেন জোরে দৌড় দেয়ার আগে বড় দম নেয়া জরুরী। তাই দম নিন। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। আগামী দুইমাসের সঠিক প্রস্তুতি আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে পারে। তাই আরেকবার ভেবে দেখুন এরপর কাজে নেমে পড়ুন। 

একটা ভালো মোটিভেশন আপনাকে কোন কাজ শুরু করতে সাহায্য করবে। তবে কাজের সাফল্য আসে যদি আপনি প্রতিদিন পরিশ্রম করেন।  আর এই কনটিউনিটি আসে অভ্যাস থেকে। তাই অভ্যাসের দিকে নজর দিন। 

এই দুইমাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আত্মউন্নয়নমূলক একটি বইয়ের কয়েক পাতা পড়তে পারেন। সকাল সকাল ভালো কথা পড়লে মনে সাহস পাওয়া যায়। অধিক ভালো ফলাফলের জন্য ঘুমানোর আগেও কয়েকপাতা পড়তে পারেন। 

এইদুই মাসের দুটি রুটিন বানিয়ে ফেলেন। প্রথম রুটিনটি বানাবেন মাস ভিত্তিক। পরেরটি সপ্তাহভিত্তিক। রুটিন দুটি পড়ার টেবিলে টাঙ্গিয়ে দিন। এক দিন যাবে আর একটি করে টিক(ঠিক) চিহ্ন পড়বে রুটিনে। 

একটা প্রবাদ মনে হয় সবাই জানেন, "Knowledge is Power." এটা আসলে ভুল প্রবাদ। সঠিক হলো, "Knowledge is potential Power." 

Knowledge কে Power বানানোর জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় এর প্রয়োগ করতে হয়। 

তাই সাফল্যের জন্য ৯ম-১০ম শ্রেণিতে ফিরে যান। মনে আছে 50% Knowledge আর 50% Strategy এর গল্প? একবার কাজে লাগিয়ে দেখুন। 

বড় হওয়ার স্বপ্ন দেখুন, স্বপ্নই আপনাকে বেড়ে তুলবে।


ধন্যবাদ

সৌরভ বিজয়

সুপারিশপ্রাপ্ত পররাষ্ট্র(৪র্থ), বিসিএস-৩৮

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ