Viva preparation (পুলিশ_পররাষ্ট্র_প্রশাসন_ভাইভা)
#বোম্বিং_উত্তর_৩
#পুলিশ_পররাষ্ট্র_প্রশাসন_ভাইভা
১) একজন যুদ্ধাপরাধী ভারতে
পালিয়ে আছে। তাকে বাংলাদেশে
কিভাবে ফিরিয়ে আনা যায়?
- ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করতে ফিরিয়ে আনা
যাবে।
২) বাংলাদেশের কোন দফতর ইন্টারপোলের
সাথে যোগাযোগ করবে?
- ইন্টারপোলের
সাথে কাজ করার জন্য
ইন্টারপোলের প্রতিটি সদস্য
দেশের পুলিশ সদরদপ্তরে একজন উর্ধতন কর্মকর্তার
নেতৃত্বে একটি উইং খোলা
হয় যার নাম National Central Bureau বা NCB. অপরাধীকে এক দেশ থেকে
গ্রেপ্তার বা হস্তান্তর সংক্রান্ত
যেকোন বিষয় এই উইংয়ের
মাধ্যমে পরিচালিত হয়। এই NCB গুলোর
সাথে কাজের সমন্বয় করার জন্য ইন্টারপোল
একটি উইং খুলেছে যার
নাম Interpol NCBs এবং
এটি ইন্টারপোল সেক্রেটারিয়েটের অধীনে।
৩) ইন্টারপোলের মাধ্যমে কিভাবে অপরাধীকে গ্রেপ্তার করা হয়?
- যে
কোন সদস্যদেশ ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত কোন অপরাধীকে ধরতে
পারে। আবেদন পাওয়ার পর ইন্টারপোল "Red Alert" জারি করে অর্থাৎ
অপরাধীকে পৃথিবীর যেখানেই পাওয়া যাক সেখানেই গ্রেফতার
করতে পারবে।
৪) ইন্টারপোলের সদস্য হওয়া সত্ত্বেও যদি
ভারত বলে যে আমরা
ইন্টারপোলের নির্দেশ মানতে বাধ্য নই তখন কি
করবেন?
- তখন
কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। এই ক্ষেত্রে
প্রথমেই পেশাদার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ First Track Diplomacy.
স্বাভাবিকভাবে
First Teack Diplomacyতে
না গিয়েও Second Track Diplomacy
তে এই সমস্যা সমাধান
করা যায়। এটা
ছাড়াও Dula Track Diplomacy প্রয়োগ করা
যাবে। তবে কূটনীতিক হিসেবে
আপনি সব সময় First Track এর
প্রতি গুরুত্বারোপ করবেন।
এগুলো
ছাড়াও যে কোন বন্ধু
রাষ্ট্রের সাথে Win-Win theory কূটনীতির
মাধ্যমে আপনার দেশে আটক এমন
কোন নেতা অথবা গুরুত্বপূর্ণ
বিষয় যা ওই দেশকে
দিয়ে বন্দী বিনিময় করতে পারেন প্রভৃতি।
৫) আপনি জানেন ভারত-বাংলাদেশ Extradition Treaty আছে। তাহলে বলুন
Extradition treaty কী?
- সহজ
ভাষায় দুইটি দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তিকে Extradition Treaty বলে।
৬) বাংলাদেশে কি বন্দী বিনিময় বিষয়ে
কোন আইন আছে?
- বাংলাদেশে
এই বিষয়ে আইন আছে। নাম;
Exteadition Treaty Act, 1974
বাংলাদেশের
সাথে দুটি দেশের বন্দী
বিনিময় চুক্তি আছে। ভারত আর
থাইল্যান্ড।
#########
এবার
এই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করুন.........
১) যদি ভারত যুদ্ধাপরাধীকে
আইনানুযায়ী ফেরত না দেয়
তাহলে কী করবেন? একজন
কূটনীতিক হিসেবে আপনার ভূমিকা বলুন আমাদের সামনে?
পারলে ইংরেজিতে চেষ্টা করুন।
© Hasan Zahid
Source: MENs Viva Bible
Comments
Post a Comment