US Election 2020
১৯৮৪
থেকে শুরু করে ২০১৬
পর্যন্ত ইউএস ইলেকশন নিয়ে
এল্যান লিটম্যানের একটা প্রিডিকশনও ভুল
হওনি।এবারের ভবিষ্যৎ বাণীও চমকপ্রদভাবে মিলে যাচ্ছে।এল্যানের ভবিষ্যৎ
বাণী করার ১১ টি
প্রিন্সিপলসঃ
1. Midterm Gains: ২০১৮
সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেনটেটিভে
হারে। এখানে বাইডেন জয়ী।
×Trump √Bident
2. No primary contest : দলের
প্রেসিডেন্ট প্রার্থী নমিনেশনে দলের কোনো সদস্য
ট্রাম্পের বিরুদ্ধে বলে নি।এখানে ট্রাম্প
জয়ী।
√Trump ×Bident
3. Incumbent seeking re-election : রিপাবলিকান দল
থেকে ট্রাম্পের পদত্যাগ বা যাদের নিয়ে
ট্রাম্প প্রশাসন চালাচ্ছেন তাদেরকে নিয়ে কেউ নেতিবাচক
কথা বলে নি।এখানো ট্রাম্প
জয়ী।
√Trump ×Bident
4. No third party challenge : ডেমোক্রেটিক
ও রিপাবলিকান ছাড়া অন্য ৩য়
কোন পার্টি থেকে চ্যালেঞ্জ নেই
যদি ৩য় প্রার্থী হিসেবে
Kanye West উঠে আসার কথা ছিল।
এখানে ট্রাম্প জয়ী।
√Trump ×Bident
5. Strong short term economy :করোনা
পেনডেমিকের কারনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্দার (Economic Recession) দিকে যাচ্ছে। এখানে
বাইডেন জয়ী।
×Trump √Bident
6. Strong long term economy : বর্তমানে
যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি নেগেটিভ।তাই ট্রাম্প আট বছর ক্ষমতায়
থাকলে দীর্ঘ সময়ের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির
উন্নয়ন হবে না। এখানে
বাইডেন জয়ী।
×Trump √Bident
7. Major policy change : বারাক
ওবামার গুরুত্বপূর্ণ অধিকাংশ পলিসি ট্রাম্প পরিবর্তন করেছেন। এখানে ট্রাম্প জয়ী।
√Trump ×Bident
8. No social unrest : ট্রাম্পের
এই চার বছরে যুক্তরাষ্ট্রের
রাস্তায় অনেক আন্দোলন হয়েছে।
জর্জ ফ্লয়েড নিয়ে সবচে বড়ো
আন্দোলন। এখানে বাইডেন জয়ী।
×Trump √Bident
9. No scandal : ইউক্রেনের
সরকারকে বাইডেনের রিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে চাপ প্রয়োগ
নিয়ে ট্রাম্পে ইমপিচম্যান্ট ইস্যু।এখানে বাইডেন জয়ী।
×Trump √Bident
10. No foreign /military failures:ট্রাম্পের আমলে
বৈদেশিক বা মিলিটারি রিলেটেড
বড়ো কোন ব্যার্থতা যুক্তরাষ্ট্রের
হয়নি।এখানে ট্রাম্প জয়ী।
√Trump ×Bident
11. Charismatic incumbent : ট্রাম্পের
নিজেকে শো আপ করার
যোগ্যতা থাকলেও কারিশম্যাটিক যোগ্যতা নেই।এখানে বাইডেন জয়ী।
×Trump √Bident
ফলাফলঃ
১১ টি কি ইস্যুর
মধ্যে
বাইডেন
=০৬, ট্রাম্প =০৫ পেয়েছে।
সুতরাং
এবারের ইলেকশনে জো বাইডেন হবেন
প্রেসিডেন্ট।
নোটঃ
(২৭০ ইলেকটোরাল থেকে বাইডেন পিছিয়ে
আছেন ৩২ ভোটে, আর
ট্রাম্প ৫৭ ভোটে। সর্বশেষ
খবর অনুযায়ী বাইডেন নিচের তিনটি রাজে জয়ী হতে
যাচ্ছেন।
মিশিগান(১৬)+উইসকনসিন(১০)+নেভাদা(৬)=৩২। যেহেতু
এখন গণনা হচ্ছে পোস্টাল
ভোট, আর এগুলোতে বাইডেন
এগিয়ে আছেন)
সূত্রঃ
দি ওয়াশিংটন পোস্ট।
মোহাম্মদ
মিরাজ মিয়া।
রাষ্ট্রবিজ্ঞান
বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Comments
Post a Comment