US Election 2020 prediction

#PresidentialElection2020

চলুন প্রেডিকশন করে এগিয়ে দেই পছন্দের প্রার্থীকে!

সর্বশেষ অবস্থা - বাইডেন ২৩৮ এবং ট্রাম্প ২১৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

আপনারা সবাই জানেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেটগুলো যার দিকে অনুকূল পরিস্থিতি তৈরি করে তিনিই সরকার গঠন করতে পারেন।

আমরা এবার দেখবো শেষ দিকে এসে কোন সুইং স্টেটগুলো কাকে আতিথ্য দিচ্ছে, কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্তা!

০১. সুইং স্টেট জর্জিয়াঃ

১৬টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ট্রাম্প এগিয়ে ৫০.৫ শতাংশে, বাইডেন কিন্তু মাত্র ৪৮.৮ শতাংশ ভোটে পিছিয়ে। ব্যবধান খুবই কম, ভোট গণনাও একেবারে শেষের দিকে, বাকি আছে ৬ শতাংশ।

০২. সুইং স্টেট মিশিগানঃ

১৬টি ইলেক্টোরাল ভোটের মধ্যে জো বাইডেন এগিয়ে ৪৯.৪ শতাংশে, অথচ এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পই অনেকটা সময় এগিয়ে ছিলেন, তিনি এখন ৪৯.১ শতাংশে পিছিয়ে। ব্যবধান এটাতে আরও অনেক কম, অর্থাৎ এই রাজ্যই হতে যাচ্ছে প্রকৃত সুইং স্টেট। এই রাজ্যের ভোট গণনাও একেবারে শেষের দিকে, বাকি আছে ৬ শতাংশ।

০৩. সুইং স্টেট নেভাদাঃ

৬টি ইলেক্টোরাল ভোটের মধ্যেও বাইডেন এগিয়ে, ট্রাম্প পিছিয়ে ৪৮.৬ শতাংশে। ভোট গণনা বাকি আছে ৩৩ শতাংশ, এই রাজ্যে আমাদের আরও অপেক্ষা করতে হবে, কে এগিয়ে যাবে তা জানার জন্য।

০৪. সুইং স্টেট নর্থ ক্যারোলিনাঃ

এই রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প, বাইডেন পিছিয়ে ৪৮.৭ শতাংশে। এখানে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১৫টি, ভোট গণনা বাকি আছে ৬ শতাংশ। ধারণা করা যায়, এই রাজ্যে ট্রাম্পই জিততে যাচ্ছেন। তবুও নিশ্চিত হওয়া যাবে না।

০৫. সুইং স্টেট পেনসিলভানিয়াঃ

বর্তমানে যতগুলো রাজ্য মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে এই রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি, আছে ২০টি। এই রাজ্যে ট্রাম্প এগিয়ে ৫৪.৮ শতাংশে। ২৬ শতাংশ ভোট গণনা বাকি সুতরাং ট্রাম্প এগিয়ে থাকলেও তাঁকে এখনই এই রাজ্যে বিজয়ী বলা যাবে না।

০৬. সুইং স্টেট উইসকনসিনঃ

১০টি ইলেক্টোরাল ভোটের এই রাজ্যে বাইডেন এগিয়ে ৪৯.৬ শতাংশে, আর ট্রাম্প পিছিয়ে ৪৮.৯ শতাংশে। ভোট গণনা বাকি আছে মাত্র ৫ শতাংশ। এই রাজ্যে বাইডেন জিতে যাবে বলে অনেকেই নিশ্চিত হয়ে আছেন।

০৭. সুইং স্টেট অ্যারিজোনাঃ

১১টি ইলেক্টোরাল ভোটের এই রাজ্য আতিথ্য দিয়েছ বাইডেনকে, তিনি ৫১ শতাংশে এগিয়ে থেকে ট্রাম্পকে পরাস্ত করেছেন। 

সম্ভাব্য যা হতে পারেঃ

সমান তিনটি করে রাজ্যেই ট্রাম্প-বাইডেন এগিয়ে, তাই বলা যায় অবস্থা বেশ দোদুল্যমান। তবে যদি এগিয়ে থাকার শতাংশ এবং ভোট গননার ব্যাপারগুলো নিয়ে আরেকটু গভীরে যাওয়া যায় তবে বুঝতে পারি যে ট্রাম্পই জিততে যাচ্ছেন এই ৫৯তম নির্বাচন; খেয়াল করে দেখুন ট্রাম্প যে তিন রাজ্যে এগিয়ে তার মধ্যে শুধু পেনসিলভানিয়াতে ভোট গণনার বাকি ৩০ শতাংশের কাছাকাছি, আর জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনাতে এগিয়ে আছেন ৫০ শতাংশের বেশি, আর ভোট গণনাও শেষের পথে।

বাইডেনের কথা বললে তাঁর এগিয়ে থাকা তিন রাজ্যের দিকে চোখ বুলাতে হয়। তাঁর এগিয়ে থাকা মিশিগান এবং উইসকনসিন রাজ্যের ভোট গণনা বাকি ৪-৫ শতাংশ, আবার খুব বেশি যে এগিয়ে আছেন তাও বলা যায় না, এক্ষেত্রে ব্যবধান ৪০ শতাংশের ঘরে, সুতরাং এই রাজ্যেও ট্রাম্পের কপাল খুলে যেতে পারে। আর নেভাদায় বাইডেন এগিয়ে তবে ভোট গণনা ঢের বাকি, ট্রাম্প এগিয়ে আসতে পারে এই রাজ্যেও।

সুতরাং, আমার ভবিষ্যদ্বাণী এবং পরিসংখ্যান বলছে, এগিয়ে আছেন ট্রাম্প, হতে পারেন প্রেসিডেন্ট।

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ