BCS Exam English Vocabulary Tips (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা
#English_Vocabulary
আমার
সিভিল সার্ভিস পরীক্ষার একটি পর্ব ছিলো
ইংরেজি লিখিতের উপর। ঐ পর্বে
GRE শব্দ শেখার কথা বলেছিলাম। এই
বিষয়ে অনেকের অনেক প্রশ্ন ছিলো।
তাই নতুন পর্বে কিছু
উত্তর দেয়ার চেষ্টা।
সিভিল
সার্ভিস পরীক্ষার প্রথম পর্ব প্রিলিমিনারি। প্রিলিমিনারি
পরীক্ষায় ইংরেজির বেশ কিছু শব্দার্থ
আসে। তাছাড়া রিটেনের জন্য ভোকাবুলারি খুব
খুব গুরুত্বপূর্ণ। ভাইভার জন্যও সুন্দর ইংরেজি বলাটা আবশ্যক।
এখন
ইংরেজি যেহেতু একটা ভাষা তাই
ভালো করার একমাত্র উপায়
হলো বারবার অনুশীলন করা। বিশেষ করে
অনুবাদের উপর জোর দিতে
হবে। ভালো অনুবাদ করতে
অনেক অনেক পরিশ্রম প্রয়োজন।
অবশ্যই সময় নিয়ে পরিশ্রম
দরকার। নীলক্ষেত থেকে চাইলে অনুবাদের
বই কিনতে পারেন। হুট করে না
কিনে কিছুক্ষণ বইটা পড়ে দেখবেন।
যে বইটা পড়ে আপনার
মনে হবে অনুবাদ্গুলো ভালো
হয়েছে সেই বইটা কিনলে
আপনার জন্য ভালো।
অনুবাদ
ভালো করার আরেকটা উপায়
হলো পত্রিকা। এখন সরাসরি কোন
পত্রিকা আপনাকে অনুবাদ করে দিবে না।
তবে একটু মাথা খাটিয়ে
আপনি কৌশল ধরতে পারবেন।
যেমনঃ প্রথম আলো এবং The Daily Star এর নিউজগুলো
যদি ভালোমত লক্ষ্য করেন, দেখবন তাদের রিপোর্টগুলো কাছাকাছি। তাছাড়া ঢাকা ট্রিবিউন এর
ও দুইটা ভার্সন পাবেন অনলাইনে। অনেকেই যাচাই না করেই প্রশ্ন
করতে থাকেন। একটু সময় নিয়ে
যাচাই করলে আসলে বুঝতে
পারার কথা।
আচ্ছা,
আরেকটা উপায় বলি। ইংরেজি
সাহিত্যের বেশ কিছু বইয়ের
বাংলা অনুবাদ হয়েছে। চাইলে কয়েকটা বইয়ের বাংলা-ইংরেজি দুইটা ভার্সন কিনে দেখতে পারেন।
কিছুটা বুঝতে পারবেন কেনো আক্ষরিক অনুবাদের
তুলনায় ভাবানুবাদের সৌন্দর্য বেশি।
এবার
আসি GRE শব্দ নিয়ে। অনেকভাবে
শিখতে পারবেন। আমি ভিডিও দেখে
শিখেছিলাম। এতে একই সাথে
দেখা-শোনা-লেখা হয়েছিলো।
আমার ক্ষেত্রে এই কৌশলটা সহজ
লেগেছিলো। শিক্ষক.কম এ এই
নিয়ে একটা কোর্স আছে।
লিংক
দিয়ে দিলামঃ shikkhok.com/কোর্স-তালিকা/vocabulary/
কমন
GRE শব্দ গুলোর লিস্টের জন্যঃ
https://www.vocabulary.com/lists/151577
অথবাঃ
https://www.graduateshotline.com/gre-word-list.html
ধন্যবাদ
সৌরভ
বিজয়।
Comments
Post a Comment