Viva Experience 5 (পুলিশ, প্রশাসন)
ভাইভা অভিজ্ঞতা : ৩৮ তম বিসিএস
চয়েস : পুলিশ, প্রশাসন
বোর্ড : শাহ আব্দুল লতিফ স্যার
সময় : ১০ মিনিট
আমাকে উল্লেখযোগ্য যা যা প্রশ্ন করা হয়েছিল -
১.
certificate এ লেখা ছিলো ' Heaven's light is our guide' (ruet) এটা কি?
(slogan or motto)
২. why police?
৩. IGP কোন বেতন grade এর কর্মকর্তা?
৪. পুলিশের বিরুদ্ধে কিছু অভিযোগের ব্যপারে আমার চিন্তা ভাবনা
৫. Difference between pistol and revolver
৬. একটি বিখ্যাত
pistol brand এর নাম
৭. external -1 : তুমি যদি সুযোগ পাও তবে কিভাবে নিজের দায়িত্ব পালন করবে?
৮. external -2: how is mechanical engineering
related to police?
৯. পরিবার সম্পর্কে কিছু প্রশ্ন
ভাইবাতে সব প্রশ্নের উত্তর জানতে হবে এমন কোন কথা নেই। তবে ভদ্রভাবে confidently কথা বলতে পারলে ভালো করা সম্ভব।
- আসিফ আল হাসান
পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
মেধাক্রম : ৬ষ্ঠ।
Comments
Post a Comment