Viva Experience 3 (এডমিন, কর, ইকনমিক)

 ভাইভা অভিজ্ঞতাঃ ৩৮ তম বিসিএস

প্রার্থীঃ মোহাম্মদ সাদাত হোসেন

৩৮ বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধা-১২৪)

ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ (প্রথম ব্যাচ), ঢাবি

শাহজাহান আলী মোল্লা স্যার

তারিখ: ২৫/০৯/১৯

সময় 22-25 মিনিট

সিরিয়াল ১২ (১২ জনের মধ্যে)

চয়েসঃ এডমিন, কর, ইকনমিক...

আসতে পারি স্যার? ভিতরে ঢোকার পরে চেয়ারম্যান স্যার বসতে বললেন।

বললেন .৩৫ বাজে ক্ষুধা লাগছে? বললাম জ্বী স্যার(সবাই হাসলো,আমিও হাসলাম,বললেন, বেশি? না স্যার Tolerable..

 এর মধ্যে চেয়ারম্যান স্যার কাগজপত্র দেখে বললেন ঢা বিতে IB পরে এডমিন ক্যাডার চাচ্ছেন? তারপর পাশের এক্সটার্নাল স্যারকে(অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) বললেন স্যার আপনি ধরেন:

এক্স ১ঃ আমার সাব্জেক্ট রিলেট করতে বললেন।

আমিঃ বললাম।জীবনের উত্তরণে প্রতিটি ধাপে অনেক সংগ্রাম জড়িত সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লে হয়তো রাখাল বালক থাকতাম,তাই রাষ্ট্রের মাঠ পর্যায়ে যেমন কাজ করতে চাই তেমনি নীতি নির্ধারণী পর্যায়েও...এও বললাম এটা ৬ষ্ঠ বিসিএস & ৪র্থ ভাইবা(Satisfied মনে হইলো)

স্যার: আর সুযোগ আছে? বললাম পরের বিসিএস ৪০ ৭বারের মতো প্রিলি ঠিকেছি স্যার।

এক্সঃ আপনার কী কী যোগ্যতা আছে? কেন নিবো আপনাকে?

আমিঃ বললাম Communication,Management, Leadership...decision making etc

এক্সঃ decision making বললেন তাহলে planning বললেন না যে?

আমিঃ স্যার Management যে বললাম ওখানেই তো প্ল্যানিং, Org...Motiva..controlling আছে।

এক্সঃ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয় কেন?

আমি: বন্দর,আমদানি রপ্তানির সিংহভাগ....

এক্সঃ আপনার বাশখালীতে কোন বাহাদুর যেন আছেন?

আমিঃ খান বাহাদুর বদি আহমমদ।

এক্সঃ ওনার ছেলে কী করেন কই আছে?

আমিঃ বললাম।

এক্সঃ রায় বাহাদুর কে চিনেন, সম্রান্ত জমিদার ছিলেন?

আমিঃ বললাম।

এক্স: Kytu Protocol কী?

আমি: বললাম

এক্স: কার্বন নিঃসরন কারা করে? ওরা ক্ষতিপূরণ দিতে চায়না কেন?

আমি: Answered

এক্স: Sustainable Developmnt কী?(আগের উত্তর থেকে আস্কড)

আমি: বললাম,উদাহরণ চাওয়াতে বললাম(এই উত্তরে এও বললাম আমি বিআরটিএ চট্টগ্রাম বিভাগের এডি এডমিন আমার অমুক কজে সরকারের তমুক উদ্যোগ...

চেয়ারম্যান : মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ কী আছে?

আমি: এখনো আছে(নাখোশ মনে হলো)

স্যার: আইন হলো না?

আমি: সড়ক নিরাপত্তা আইন ২০১৮ এখনো কার্যকর হয়নি কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দফা প্রস্তাবনা ১০১ টি বিশেষজ্ঞ মতামত নিয়ে কাজটি প্রক্রিয়াধীন।

স্যার: মোবাইল কোর্ট মোটরযান আইন এর কোন ধারাবলে করো?

আমি: স্যার,আমি ACR, Transfer,budget,Leave, Training করানো এসব প্রশাসনিক কাজ করি কিন্তু মোবাইল কোর্ট করেন এনফোর্সমেন্ট থেকে সরাসরি তত্ত্বাবধানে Deputation এডমিন ক্যাডার।তাই আমি জানিনা।

এক্স-: বঙ্গবন্ধুকে নিয়েএকটা কবিতার লাইন বললেন, কবি কে?পরের লাইন বলো?

আমি: দিকে দিকে আজি অশ্রু গঙ্গা,রক্ত গঙ্গা বহমান,নাই নাই ভয় হবে হবে জয়....

স্যার: কোন জেলায় BD & Myanmar দুটোর সীমানা আছে?

আমি: রাঙ্গামাটি,রাঙ্গামাটির কোথায় বলাতে বললাম বিড়াইছড়ি স্যার।

এক্স- : BD ভারতের মধ্যে কোন নদী?ওখানে দ্বীপটার নাম বলো।

আমি: বললাম

এক্স- : স্যার তো বস বার বিসিএস দিছে,অনেক জানে, আমি নিজেই শিখবো ওর কাছে।

চেয়ারম্যান স্যার বললেন ওকে আপনি আসেন,ওনেক্ষণ হলো।

আমিঃ ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চলে আসতেই চেয়্যারম্যান স্যার বললেন বিয়ে করলা? বউ কী করে?

আমি: জ্বী স্যার,বউ আগামী মাসে বিসিএস ভাইবা দিবে,কোন সবজেক্ট? বললাম,স্যার বললো বউ ক্যাডার হলে তুমি নন ক্যাডার থাকলে সংসার থাকবে না,তাইতো বার বিসিএস দিয়ে যাচ্ছ তাই না? আমি হাসলাম,বললেন দোয়া রইলো।সালাম দিলাম,ফিরে আসলাম।

বানান ভুল হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।গ্রুপের সবার প্রতি কৃতজ্ঞতা ভালবাসা রইলো।

Collected from: BCS: Our Goal Group

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ