BCS Written Exam Part 3 (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা_পর্ব_০৭ (লিখিত_বাংলাদেশ) Part 3
বাংলাদেশ
বিষয়াবলী পরীক্ষার প্রশ্ন এখনো পর্যন্ত আনপ্রেডিক্টেবল।
বিগত চার(০৪) বছরের
প্রশ্ন এনালাইসিস করলে আপনি দেখবেন
প্রতি বছর প্রশ্নের মান
বন্টন পরিবর্তন হয়েছে। পরীক্ষাগুলোতে ৫,১০,১৫,২০ এই নাম্বারের
প্রশ্নের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই
আপনাকে প্রতিটি টপিক পড়ার সময়
প্রশ্ন বুঝে উত্তর সাজাতে
হবে।
কিছু কী পয়েন্ট নিয়ে আলোচনা করি।
বাংলাদেশ
বিষয়াবলীতে আপনি খুব ভালো
নাম্বার পাবেন যদি মুক্তিযুদ্ধ এবং
সংবিধান আয়ত্তে আনতে পারেন। মুক্তিযুদ্ধের
জন্য ৮ম-দ্বাদশ শ্রেণির
বোর্ড বই ভালো রেফারেন্স
হিসেবে ব্যবহার করতে পারেন। তাছাড়া
মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক ভালো বই
আছে। সেগুলো পড়তে পারেন।
একটা
কথা বলে রাখি। মুক্তিযুদ্ধ
নিয়ে ভালোমত একটা গবেষণা করবেন।
এর জন্য আমাদের দেশের
রাইটারের বইয়ের সাথে সাথে সাথে ভারতীয়,
পাকিস্তানি এবং আমেরিকান রাইটারের
বই পড়বেন। তাহলে চতুর্মুখী ধারণা তৈরি হবে। আমি
কিছু উদাহরণ কমেন্ট সেকশনে দিয়ে দিবো।
এবার
বলি সংবিধানের কথা। সংবিধান পারলে
পুরোটা আয়ত্তে নিয়ে আসুন। সংবিধানের
উপর সরাসরি প্রশ্নতো আসবেই, তাছাড়াও আপনি অন্যান্য প্রশ্নেও
সংবিধান থেকে কোট করতে
পারবেন। তাই এ টু
জেড সব পড়বেন।
প্রতি
বছর অর্থনৈতিক সমীক্ষা নামে একটা বই
বের হয়। এই বইটা
কিনে রাখবেন। তাহলে ডাটার জন্য আপনার মাথা
ব্যাথা কমে যাবে। সকল
ডাটা উৎসসহ আপনি এখানেই পাবেন।
তাছাড়া সমীক্ষা বইয়ের কিছু অধ্যায় আছে,
যেমনঃ ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, সোসাল সিকিউরিটি নেট ইত্যাদি, এগুলো
পড়লে বেশ কিছু প্রশ্ন
হুবহু কমন পরবে। তাই
সমীক্ষাকে টেক্সট বুক হিসেবে পড়বেন।
বাংলার
ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, আদিবাসী এবং ভৌগোলিক অবস্থান-
এই প্রশ্নগুলো প্রতি বছর ঘুরে-ফিরে
আসবেই। এগুলো নোট করে রাখবেন।
ভৌগোলিক ব্যাপারে বাংলাদেশের ম্যাপ কম সময়ে আঁকার
প্র্যাক্টিস করতে থাকুন। এক
পৃষ্টা লিখতে সময় লাগে ৪/৫ মিনিট কিন্তু
একটা ম্যাপ এঁকে আপনি ১/২ মিনিটেই নিজেকে
অন্যদের থেকে আলাদা করতে
পারেন।
এবার
আসি দেশের উন্নয়ন মূলক প্রশ্নগুলোতে। প্রতিটি
প্রশ্নেই চেষ্টা করবেন একটা গ্রাফ দেয়ার।
সব গ্রাফ একরকম ভাবে আঁকবেন না।
আমি কিছু নাম বলে
দিচ্ছি। গুগোল থেকে গ্রাফগুলো সম্পর্কে
ধারণা নিয়ে আপনি নিজের
ডাটাগুলো সেসব গ্রাফের মাধ্যমে
সাজানোর চেষ্টা করুন। নামঃ বার-চার্ট,
পাই-চার্ট, লাইন-চার্ট, এক্সপোনেন্সিয়াল,
লগারিদমিক ইত্যাদি। একটা ছবি আমি
কমেন্টে দিয়ে দিবো। কাজে
লাগতে পারে।
সবশেষে
বলতে চাই, বাংলাদেশ বিষয়াবলী
পরীক্ষাটা ভালো করার জন্য
আপনাকে সময় ধরে লিখার
অভ্যাস থাকতে হবে। অনেক প্রশ্ন
উত্তর করতে হয় বলে
এই পরীক্ষায় ফুল আনসার করা
চ্যালেঞ্জিং। আর চ্যালেঞ্জিং বলেই
একটা প্রতিযোগিতা থাকে 😉
to be continued......
(কোন
ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বললেই আমি কারেকশন করে
দিবো।)
ধন্যবাদ
সৌরভ
বিজয়
পররাষ্ট্র
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাস্থান- ৪র্থ)
৩৮তম
বিসিএস।
#graph
#মুক্তিযুদ্ধ
বিষয়ক কিছু বইঃ
বাংলাদেশঃ
আমি বিজয় দেখেছি, আমার একাত্তর, একাত্তরের ডায়েরি, মূলধারা-৭১।
ভারতীয়ঃ
Surrender at Dhaka, Witness to Surrender.
পাকিস্তানিঃ
How Pakistan Got Divided, Birth of Bangladesh
Others: Rape of Bangladesh
এগুলো
পড়তে থাকুন। এই বইগুলো রেফারেন্সে আরো অনেক বই পাবেন।
#অনেক ধন্যবাদ। দাদা কোটেশন কোথা থেকে কালেক্ট করেছিলেন?আর এত ডাটা মনে রাখার উপায় কি? আপনি কিভাবে মনে রাখতেন?
=== if you start reason books, you will find several
important notes

Comments
Post a Comment