BCS Written Exam Part 2 (Sourov Bijoy)

#সিভিল_সার্ভিস_পরীক্ষা_পর্ব_০৬_(লিখিত- বাংলা) Part 2

সিভিল সার্ভিসের বাংলা পরীক্ষাটা জেনারেলের জন্য ২০০ নাম্বারের আর টেকনিক্যালের জন্য ১০০ নাম্বারের। যারা ২০০ নাম্বারের পরীক্ষা দিবেন তাদের দুটি আলাদা খাতায় আলাদা আলাদা সাব্জেক্ট কোডের দুটি পরীক্ষা একই দিনে দিতে হবে।

বাংলা পরীক্ষা নিয়ে আগে সবাই ভীত থাকতেন। কারণ ছিলো নাম্বার উঠে না। তবে এই পরীক্ষায় নাম্বার উঠানোর কিছু টেকনিক আছে। আমি একে একে বলছি।

সাহিত্যঃ আদি এবং মধ্যযুগ ভালোমত প্রিপারেশন নিলে আপনি /৬টা প্রশ্ন কমন পাবেন। বাকী প্রশ্নগুলোর জন্য আধুনিক যুগ পড়তে হবে। তাই ফোকাস করুন আদি-মধ্যযুগে। প্রতিটি প্রশ্ন উত্তর করার সময় একটু ভিন্ন হেডিং দিয়ে শুরু করুন। হেডিং গুলো আগে থেকে বানিয়ে রাখবেন। পরে শুধু প্রাসঙ্গিক উত্তর মাঝখানে জুড়ে দিবেন। আধুনিকের সবপ্রশ্ন কমন পরবে না। তবে ছেড়ে আসবেন না। যদি কোন উত্তর একেবারেই না পারেন তাহলে ভাববাচ্যে উত্তর করে আসবেন। যেমনঃগল্পকার তাঁর সাহিত্যের এই লিখুনীতে সমাজ ব্যবস্থার কিছু ভিন্নধারাকে তুলে ধরেছেন। অপ্রচ্ছন্ন এই বাস্তবতা নূতন রসবোধের জন্ম দিলেও কালের আবহে তা প্রশ্ন রাখে বারবার।

বুঝলেন কিছু?  😛 

সাহিত্যের জন্য মাহবুবুল স্যারের বাংলা সাহিত্যের ইতিহাস বইটা ফলো করবেন।

ব্যাকরণঃ এই অংশটা কমন পরে যাবে। তাই ভালোমত বিগতবছরের প্রশ্ন পড়ুন। সৌমিত্র স্যারের দর্পন বইটা পড়ুন। সাথে বাংলা একাডেমির প্রমিত বানানের বই রাখবেন। এখানে নাম্বার ছাড়লে কিন্তু বিপদে পরবেন।

ভাব-সম্প্রসারণ/সারাংশঃ আপনার ভাষা দক্ষতা দেখানোর জায়গা এইখানে। প্রতিটার জন্য সময় পাবেন প্রায় ২২ মিনিট করে। সারাংশে ২২ মিনিটে মাত্র ৩টা লাইন লিখবেন। সরল-জটিল-যৌগিক তিনটি বাক্যের প্রতিটি শব্দ বারবার মনে মনে ভাববেন। তারপর রসে ভরা আদুরে কিন্তু যৌক্তিক শব্দের ফুলঝুরি দিয়ে খাতা সাজাবেন। আবারো বলি হুট করে ৩টা লাইন লিখে ফেলবেন না। আর ভাব-সম্প্রসারণ? সৌমিত্র স্যারের বই এর কথা বললাম না? টানা ১০/১২টা ভাব পড়ে দেখবেন আপনার ভাষাও কাব্যিক হয়ে উঠিছে।

সংলাপ/চিঠিঃ এই দুটো নিয়ে আমি ভাবতাম না। দুটোরই ফরমেট শিখে যাবেন। ফরমেট সবসময় একই থাকবে। শুধু উত্তর পরিবর্তন হতে পারে।

গ্রন্থ-সমালোচনাঃ সাধু সাবধান। নামে সমলোচনা থাকলেও আপনি আবার পন্ডিতের মত সমালোচনা করবেন না। আপনি করবেন আলোচনা। ৮০ভাগ দেখাবেন সার্থকতা। ভাগ বিতর্কিত কথা বললেও বলতে পারেন। বাকি ১৫ভাগ আপনি জানেন না। সবমিলিয়ে ওই গ্রন্থকে কালজয়ী ঘোষণা করতে ভুলবেন না কিন্তু!

রচনাঃ রচনা ব্যাপারটাই বিশালতা। এখানে আপনাকে বিশালতা দেখাতে হবে। ৪০ নাম্বারের উত্তর আপনি ছোট লিখলে হবে না। অনেকেই বলে আমি / পৃষ্টা খুব ভালো লিখেছি। ভাই! কিছু পাগল ভাব-সম্প্রসারণও / পৃষ্টা লিখে ফেলে। আর আপনি রচনা এত কম লিখে ভালো কীভাবে বলেন? দেখুন আপনাকে মাইন্ড-সেট রাখতে হবে রচনা আপনি ভরপুর লিখবেন। আমি ৩৬ পৃষ্টা লিখেছিলাম। এত শুধু লিখে পারা যায় না। তাই প্রচুর গ্রাফ দিবেন। ডাটা দিবেন। মানচিত্র দিবেন অবশ্যই। দেখেবন এসবে গেছে ১০/১২ পৃষ্টা কিন্তু সময় লাগবে /১০ মিনিট। একটু চালাক না হলে হবে, বলুন?

শেষ করছি। কোন ভুল থাকলে আমাকে জানাবেন। আমি সংশোধন করে দিবো।

ধন্যবাদ

সৌরভ বিজয়

পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাস্থান-৪র্থ)

৩৮তম বিসিএস।

 

 

#৩৬ পৃষ্ঠার রচনা লিখতে কত সময় নিয়েছেন? 50-55 mins

Comments

Popular posts from this blog

জিরো কুপন বন্ড কী? এইটা কিভাবে কাজ করে?

ব্যাংক ভাইবা - মোঃ ইউসুফ আলী

১ম বিসিএস ভাইভা অভিজ্ঞতা-- আল-আমিন আহমেদ