BCS Written Exam Part 1 (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা_পর্ব_০৫ (লিখিত-ইংরেজি) Part 1
রিটেন
পরীক্ষার ৯০০ নাম্বারের মধ্যে
২০০ বরাদ্দ থাকে ইংরেজিতে। চার(০৪) ঘন্টার এই
পরীক্ষাটা প্রথম দিনেই হয়ে থাকে। এই
পরীক্ষার পরের দিনই দেখবেন
বেশ কিছু সিট খালি
হয়ে গেছে 🙁
। ক্যাডার পাওয়ার জন্য এই বিষয়ের
গুরুত্ব অনেক বেশি। তাই
রিটেন প্রিপারেশনের একটা উল্লেখযোগ্য সময়
আপনাকে বরাদ্দ করতে হবে ইংরেজির
জন্য।
একটু সিলেবাস নিয়ে কথা বলি। একটা Seen Comprehension থাকে। এখান থেকে আনসার করতে হবে ১০০ নাম্বার। বাকী ১০০ নাম্বার থাকবে রচনা এবং অনুবাদে। Comprehension থেকে আপনাকে প্রশ্ন, শব্দার্থ, সারমর্ম, চিঠি- সবকিছুই উত্তর করতে হবে। অনুবাদ থাকবে দুইটা। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। আর রচনাটা ৫০ নাম্বারের।
ইংরেজিতে
ভালো করতে আপনাকে দুইটা
বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। প্রথমটা
হলো অনেক নতুন শব্দ
জানতে হবে অথবা নতুন
শব্দের অর্থ খুব ভালো
অনুমান করতে জানতে হবে।
দ্বিতীয়টা হলো যেকোন বিষয়ে
ফ্রি-হ্যান্ড লিখতে জানতে হবে। এই দুই
দক্ষতা অর্জন করতে পারলে আপনি
চার(০৪) ঘন্টার পরীক্ষা
ভালোই দিতে পারবেন।
আমি
ইংরেজির জন্য একটা নিঞ্জা
টেকনিক প্রয়োগ করেছিলাম। আমি ৮৫% সময়
শুধু অনুবাদ অনুশীলন করেছিলাম। প্রথমে সাইফুর’স এর একটা
অনুবাদ বই কিনেছিলাম। বইটা
বেশ ভালো ছিলো। সময়
নিয়ে আমি সবগুলো অনুবাদ
অনুশীলন করেছিলাম। এতে আমি অনুবাদ
করার ধরণটা বুঝতে পারি। এরপর শুরু করি
পত্রিকা থেকে অনুশীলন। ঢাকা
ট্রিবিউন এর বাংলা এবং
ইংরেজি দুইটা ভার্সনই পাওয়া যায়। আপনি নিজে
অনুবাদ করে ওদের সাথে
মিলাতে পারবেন। তাছাড়া এখন Daily Star এর বাংলা ভার্সন
পাওয়া যায়। আর বলে
রাখি প্রথম আলোর প্রতিবেদন এবং
Daily Star এর প্রতিবেদন ৮০% একই থাকে।
তাই এই দুইটা মিলিয়েও
অনুশীলন করা যায়।
কেন
আমি শুধু অনুবাদ দিয়ে
প্রিপারেশন নিয়েছিলাম তা একটু বলিঃ
আপনি
অনুবাদ(বাংলা/ইংরেজি) অনুশীলন করলে সরাসরি ৫০
নাম্বার কাভার হবে। একটা প্যাসেজ
পড়তেছেন, তার থেকে নতুন
শব্দ শিখবেন এতে প্যাসেজের অনুশীলনও
হয়ে যাবে। যদি পত্রিকা থেকে
অনুশীলন করেন তাহলে নতুন
টপিক নিয়ে লিখতে পারবেন
যা রচনায় সাহায্য করবে। প্রশ্ন-উত্তর করার জন্য আপনাকে
প্যাসেজ ভালোভাবে বুঝতে হবে যার জন্য
প্রয়োজন প্রতিটি শব্দের অর্থ জানা। আপনি
অনুবাদ করলে নতুন শব্দ
জানতেও পারবেন সাথে সাথে ব্যবহারও
শিখতে পারবেন। আর কিছু সুন্দর
শব্দ জানা থাকলে সুন্দর
সারমর্ম লিখতে আপনি হবে সিদ্ধহস্ত।
বাকি
থাকলো শুধু চিঠি লিখার
নিয়ম আর রচনার ডাটা।
আশা করি বুঝাতে পেরেছি
কীভাবে শুধু অনুবাদ চর্চা
করে আপনি ইংরেজির সম্পূর্ণ
প্রস্তুতি নিতে পারেন। শেষকথা
বলি, ইংরেজি পরীক্ষার প্রশ্ন সহজ/কঠিন যাই
হোক আপনাকে সব লিখে আসতে
হবে। ৩৮ এর প্যাসেজ
কঠিন ছিলো বলে অনেক
রচনা সম্পূর্ণ লিখতে পারেন নাই। এটা বোকামি
ছাড়া আর কিছু না।
প্রশ্ন যেমনই হোক আপনাকে উত্তর
সব করতে হবে। কঠিন
প্রশ্নে অতিরিক্ত সময় দেয়া যাবে
না।
To be continued…..
(কোন
অপ্রত্যাশিত ভুল করে থাকলে
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বললেই আমি কারেকশন করে
দিবো।)
ধন্যবাদ
সৌরভ
বিজয়
পররাষ্ট্র
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাস্থান-৪র্থ)
৩৮তম
বিসিএস।
Comments
Post a Comment