BCS Written Exam Last Part (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা_পর্ব_০৮ (লিখিত শেষ পর্ব)
আজ লিখিত পরীক্ষার তিনটি বিষয় নিয়ে আলোচনা
করবো।
একটা
উদাহরণ দেইঃ ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট
এই শব্দগুলো অবশ্যই আপনি শুনেছেন। বাংলাদেশ
ভারতকে ট্রানজিট দেয়ার বিষয়টা পত্রিকায় অবশ্যই পড়েছেন। এবার বলি, বাংলাদেশ
ভারতকে যেটা দিয়েছে তা
হলো করিডোর। যখন কোন দেশের
ভূখন্ড ব্যবহার করে ২য় কোন
দেশ নিজের দেশের দুটি প্রদেশকে যুক্ত
করে তাই করিডোর। ট্রানজিট
হবে যদি এক দেশের
ভূখন্ড ব্যবহার করে ২য় দেশ
৩য় কোন দেশে পণ্য
রপ্তানি করে।
এরকম
অনেক কিছুই জানতে পারবেন যেগুলো আমাদের দেশের বিশেষজ্ঞরা ভুল ব্যাখ্যা করে।
এই কনসেপ্ট্যুয়াল বিষয় গুলো যেকোন
গাইডে পেয়ে যাবেন। তবে
ভালো বুঝার জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর
কোন ভালো রাইটারের বই
পড়তে পাড়েন।
পরবর্তী
অংশ রচনামূলক কিন্তু বেশ গাঠনিক। প্রশ্নগুলো
দুটি দেশের মধ্যেকার সম্পর্ক,বিষাদ,নীতি,আচরণ,সীমান্ত,রাজনীতি নিয়ে করা হয়।
আমাদের প্রতিবেশী দেশগুলো নিয়ে তাই মাথা
বেশি করে ঘামাবেন।
শেষ
প্রশ্নটি সবচেয়ে মজার। আপনি নিজেকে কিছুসময়ের
জন্য কূটনীতিক ভাবতে পারবেন। বিগত বছরের প্রশ্ন
দেখলেই বুঝবেন আপনাকে সমস্যা সমাধান করতে দিবে এই
প্রশ্নে। সমস্যা সমাধানের ফরমেট নিজের জন্য বানিয়ে রাখেবেন।
#গণিতঃ
গণিত না পারা আসলেই
দোষের। একটা বিখ্যাত উক্তি
আছে, “If God exists,
He must be a mathematician.” এখানে
গণিতের সৌন্দর্যের কথা বুঝানো হয়েছে।
যদি
আপনি গণিতে ভালো না হয়ে
থাকেন তাহলে অনুশীলন শুরু করে দিন।
ক্লাশ-৬ থেকে দশম
শ্রেনীর অংক বই বারবার
অনুশীলন করুন আর বিগত
বছরের প্রশ্ন দেখুন। আর কিছু বলার
নাই।
#বিজ্ঞানঃ
এই বিষয় নিয়ে অনেকের
রাগ আছে। কারণ বলা
হয়ে থাকে এখানে বিজ্ঞানের
ছাত্ররা সুযোগ পাই। কথাটা কিছুটা
সত্য আবার সত্য না
😛
ইলেক্ট্রনিক্স
আর কম্পিউটারের যে প্রশ্নগুলো পরীক্ষায়
এখন আসে সেখানে আসলে
আমাদের মত ইইই কিংবা
সিএসসি ইঞ্জিনিয়াররা খুব দাপট দেখাতে
পারে না। আমরা ইকুয়েশন
কিংবা কোড করতে অভ্যস্ত।
কিন্তু প্রশ্ন করা হউ বর্ণনামূলক।
আর নাম্বার কিন্তু খুব বেশিও না।
বাকী যে অংশটা আছে
সেখানে আসলে সবাই সমান।
তাও যাদের মনে রাগ পুষে
আছে তারা নিজেকে স্বান্ত্বনা
দেয়ার জন্য বিজ্ঞানটা একটু
বেশি চর্চা করুন।
পরবর্তী
পর্বে ভাইভা নিয়ে হাজির হবো।
(কোন
অযাচিত ভুল করে থাকলে
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)
ধন্যবাদ
সৌরভ
বিজয়
পররাষ্ট্র
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাস্থান-৪র্থ)
৩৮তম
বিসিএস।
দাদা করিডোর
এবং ট্রানজিট এর ক্ষেত্রে কি ১ম দেশের যানবাহন ব্যবহৃত হয়? যদি হয় তাহলে ভারত যদি বাংলাদেশের
যানবাহন ব্যবহার করে তাদের সেভেন সিস্টারে মালামাল নিয়ে যায় তাহলে সেটাকে কি বলা যাবে?
সেটাকি ট্রানশিপমেন্ট এর মধ্যে পড়বে?
==== yes.
You got it right
5 0r 10
marks r question er jonno koy page likbo jante chaschilam.
apni
page kivabe count korten.
===== 5
er jonno 1 page and 10 er 2.5 page may be good enough
Comments
Post a Comment