BCS Preliminary Exam Part 3 (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা_পর্ব_০৩_(প্রিলিমিনারি ২/৩)
(আজকের
পর্বটা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ'কে উৎসর্গ
করলাম)
কাজের
কথায় আসি। মাঝে মাঝে
অনেক কিছুই মুখস্ত করা লাগে। এটা
দোষের কিছু না। দোষটা
হবে যদি না বুঝে
মুখস্ত করেন। না বুঝে মুখস্ত
করলে আপনি কখনো সঠিক
সময়ে সঠিক জ্ঞান কাজে
লাগাতে পারবেন না। তাই মুখস্তকে
না, না
বলে, না বুঝে মুখস্তকে
না বলুন। 🙂
🙂
“গুগলগত
বিদ্যা আর নাবুঝে মুখস্ত
হবে
না বিদ্যার দেখা ইন্টারনেট গেলে
অস্ত” 😛
😛
😛
কিছু
বিষয়ের উপর সরাসরি কথা
বলে ফেলি। আন্তর্জাতিক বিষয়টা অনেককেই ভুগাবে(বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীদের)। এর জন্য
সিলেবাস দেখে দেখে ইউটিউবে
ভিডিও দেখতে পারেন। আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু
সিভিল সার্ভিস পরীক্ষা আমারদের বিসিএস থেকেও জনপ্রিয়। আমাদের বিসিএসতো ২০১৫ পে-স্কেলের
পর জনপ্রিয় হয়েছে।
ভারতের
ইউপিএসসি পরীক্ষার আন্তর্জাতিক সিলেবাস আমাদের মতই। আর ওদের
ইউটিউব কন্টেন্ট এখনো আমাদের থেকে
রিচ 🙁 ।
আমাদের বেশ কিছু চ্যানেল
ভালো ভিডিও(ভিডিয়ো 😛)
বানাচ্ছে কিন্তু এখনো সব অন্তর্ভূক্ত
হয় নি।
“শিক্ষা
কোথা থেকে গ্রহণ করছেন
তার থেকে বেশি গুরুত্বপূর্ণ
কেমন শিক্ষা গ্রহণ করছেন”- কথাটা কেনো বলেছি আশা
করি একটু মাথা খাটালেই
বুঝে যাবেন।
আন্তর্জাতিকের
জন্য কিছু বিখ্যাত মানুষের
জীবনী পড়ে নিতে পারেন।
কয়েকটা বইয়ের নাম বলিঃ “অসমাপ্ত
আত্মজীবনী, কারাগারের রোজনামচা, তাজউদ্দীনঃ নেতা ও পিতা,
India Wins Freedom, My Experience with Truth, Long Walk to Freedom, The Second
World War”. এমন আরো অনেক আছে।
কয়েকটা পড়া শুরু করলে
আপনি নিজেই নাম জেনে যাবেন।
এগুলো পড়লে আপনার মাথায়
একটা টাইম-ফ্রেইম তৈরি
হবে। আপনি বৈশ্বিক ঘটনাগুলো
ভালো বুঝতে পারবেন।
একটা
বিশেষ গল্প সাথে অনুরোধ
করে এই পর্ব শেষ
করবোঃ
আমি
বর্তমানে যে চাকরিটা করি
তার পোস্টিং মাদারীপুর। পোস্টিং এর সময় জানতে
পারলাম ঢাকা কোনভাবেই পাওয়া
যাবে না। আমার দাদা
মেহেরপুর থাকেন তাই আমি বললাম
আমাকে মেহেরপুর বা এর কাছাকাছি
দিলে ভালো। পরে দেখি পোস্টিং
হলো মাদারীপুর। আমি গিয়ে জিজ্ঞাস
করলাম, মাদারীপুর কেনো? উত্তর পেলাম, “মেহেরপুর খালি ছিলো না
তাই মেহেরপুরের কাছাকাছি মাদারীপুর দিলাম। (দুইটাতেই পুর কমন)” 😮 😮
যাই
হোক উনার মানচিত্র জ্ঞান
দেখে আমি আর কিছু
বললাম না। অনুরোধটা করে
শেষ করি, বাংলাদেশ এবং
বিশ্ব মানচিত্র কিনে দেখতে থাকুন।
আমি আমার সময় প্রেমে
পরে গিয়েছিলাম। আপনিও পরতে পারেন। ❤
to be continued....
(যদি
কোন অযাচিত ভুল হয়ে থাকে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বললেই আমি কারেকশন করে
দিবো।)
ধন্যবাদ
সৌরভ
বিজয়
পররাষ্ট্র
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাস্থান-৪র্থ)
৩৮তম
বিসিএস।
#try “
Knowledge “ ইউটিউব চ্যানেল
Comments
Post a Comment