BCS Preliminary Exam Last Part (Sourov Bijoy)
#সিভিল_সার্ভিস_পরীক্ষা_পর্ব_০৪_(প্রিলিমিনারি_শেষ_পর্ব)
এই পর্বটা প্রিলিমিনারির শেষ পর্ব। তাই
এই পর্বে ঘুরিয়ে কথা কম বলবো।
প্রিলি
পরীক্ষাটা কিন্তু শুধু পাশ/ফেল
এর পরীক্ষা। এখানে কে প্রথম হয়েছেন
আর কে লাস্ট হয়ে
নির্বাচিত হয়েছেন তা জানার প্রয়োজন
পরে না। তাই প্রিলি
পরীক্ষা দিবেন শুধু পাশ করার
জন্য। তবে পাশ যেনো
অবশ্যই হয় এটা নিশ্চিত
করবেন।
এই পরীক্ষা নিয়ে পূর্ণ ধারণার জন্য নিচের কাজ করবেন।
১। জব সল্যুশন পড়বেন।
(এখানে বিগত বছরের বিসিএস
এর প্রশ্ন সাথে পিএসসির সকল
প্রশ্ন পাবেন।)
২।
www.bpsc.gov.bd ওয়েবসাইট
থেকে সিলেবাস নামিয়ে ভালোমত দেখবেন।
এখন
আপনার কাজ হলো প্যাটার্ন
বের করা। কী কী
প্রশ্ন আসে এবং কেনো
আসে তা ভাববেন।
যেকোন
প্রকাশনীর একসেট বই কিনে পড়ে
নিবেন। এই কাজটা ভালোমত
করবেন। মূল প্রিপারেশন এখানে
হয়ে যায়। তারপর আসে
নিজেকে বাকীদের থেকে আলাদা করার
কাজ। ওইযে বললাম না,
পাশটা যেনো অবশ্যই হয়।
দেখুন
পিএসসি প্রতিবার ১/২টা বিষয়ের
প্রশ্ন মারাত্মক কঠিন করে। সাথে
সাথে ২/৩টা বিষয়ের
প্রশ্ন খুব সহজ করে।
আপনি যদি কঠিন প্রশ্ন
নিয়ে পরীক্ষার হলে টেনশনে পরে
যান তাহলে সমস্যা। আপনার কাজ ব্যালেন্স তৈরি
করা। সব মিলিয়ে আপনাকে
পাশ করতে হবে। কোন
বিষয়ে শূণ্য পেয়েও যদি পাশ করেন
তাহলেও সমস্যা নাই। তাই ব্যালেন্সটা
জরুরী।
যদি
আপনি নিজেকে অন্যদের থেকে একটু এগিয়ে
রাখতে চান তবে নিচের
বইগুলো পড়তে পারেন। এতে
আপনি কত বেশি জানবেন
তা জানি না তবে
আপনার জানা বিষয়গুলো পরিস্কার
হবে।
বাংলার
জন্য- সৌমিত্র স্যারের বই। সাথে আজাদ
স্যারের দুইটা বই।
ইংরেজির
জন্য কিছু GRE Common words শিখে নিবেন। এবং
সাহিত্যের বই কয়েকবার পড়বেন।
বাংলাদেশ
বিষয়ে স্বাধীনতা+সংবিধান+বাজেট+অর্জন ভালোভাবে পড়লে কিছু কমন
প্রশ্ন পাবেন। সাথে মোজ্জামেল স্যারের
বইটা ভালোমত পড়ে নিবেন। ভূগোলও
সাথে কাভার হয়ে যাবে।
আন্তর্জাতিকে
খুব বেশি টার্গেট না
করাই ভালো। রিটেন প্রিপারেশন ছাড়া এই বিষয়ে
কনসেপ্ট বুঝা কষ্টকর।
বিজ্ঞানের
জন্য ৯ম শ্রেণীর কমার্সের
বইটা পড়বেন। গণিতে দূর্বলতা থাকলে ৬ষ্ঠ-দশম শ্রেণীর
সব অংক করবেন। দেখুন
“আমি গণিতে-বিজ্ঞানে দূর্বল” এই কথাটা যদি
আপনি একবিংশ শতাব্দীতে বলেন আপনাকে মোটেও
স্মার্ট শুনায় না। নিজের দূর্বলতা
মানুষের কাছে না বলে
নীরবে কাজ করে সবল
করে রাখুন।
আইসিটির
জন্য ইন্টারের বইটা আমার যথেষ্ট
মনে হয়ছে। এটা
রিটেনের জন্যও হয়ে যাবে।
এইতো
গেলো বইয়ের নাম। আসল কথা
বলি। আপনি কয়টা বই
পড়ছেন আর কতঘন্টা পড়ালেখা
করছেন তা পরীক্ষায় দেখা
হবে না। পরীক্ষা হবে
আপনি কয়টা সঠিক গোল্লা
ভরাট করতে পারেন আর
কত কম ভুল করেন
তার উপর। ভালোমত পড়েন
আবার এই কথাটা। শুধু
কয়টা সঠিক এটা বলি
নাই কিন্তু সাথে কত কম
ভুল এটাও মাথায় রাখতে
হবে। অনেকেই থাকে যারা কাটমার্ক
১০০ কিন্তু ৯৯.৫ পেয়ে
বাদ যায়। ৯৯.৫
আর শূন্য পাওয়া কিন্তু সেইম হয়ে গেলো।
তাই সাধু সাবধান।
তাই
বেশি বেশি পরীক্ষা দিবেন।
বাসায় দিবেন কিনা কোচিং-এ
দিবেন আপনার উপর নির্ভর করে।
তবে পরীক্ষা যত বেশি দিবেন
তত কম ভুল দাগানোর
অনুশীলন হবে। মেইন পরীক্ষার
আগে যদি আপনি ৮০/৯০টা টেস্ট করে
যান- বিশ্বাস করুন পরীক্ষার হলে
আপনি কনফিউজ প্রশ্ন দাগাতে পারবেন না। আপনার হাত
আটকে যাবে। আর জানেনই তো
কনফিউজ বেশি দাগালে ভুলও
বেশি হয়।
শেষ
করি। প্রথমে মেইনস্ট্রিম পড়ালেখা তারপর নিজেকে আলাদা করার জন্য বাড়তি
পরিশ্রম, সবশেষে সঠিক অনুশীলন- এই
তিনটা মিলে গেলে আপনাকে
ঠেকায় কে?
ও হ্যাঁ, উনার উপর বিশ্বাস
হারাবেন না। আপনি প্ল্যান
করতে পারেন কিন্তু মাস্টার প্ল্যানার উনি। তাই এগিয়ে
যান। রাস্তা তৈরি হবেই।
(কোন
অযাচিত ভুল হলে ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে বললেই আমি কারেকশন করে
দিবো।)
ধন্যবাদ
সৌরভ
বিজয়
পররাষ্ট্র
ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাস্থান-৪র্থ)
৩৮ তম বিসিএস।
#kon
year a kon topic important chilo, then data konta asche and kno, important
treaty
Etc
#Azad
sir er book er name comment a disi
বই
লাল নীল দীপাবলি
কত নদী সরোবর
Baron
GRE
Any
publication - I liked ABC of English Literature
#শুধু বিজ্ঞান
বইটা পড়লেই চলে। আলাদা কিছু পড়া লাগে না
Comments
Post a Comment