বেসিক গণিত

১। গুণিতক কী?

উত্তর : কোনো সংখ্যাকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুণিতক বলে।

২। ১৮ এর তিনটি গুণিতক লেখ।

উত্তর: ১৮, ৩৬, ৫৪।

৩। কোনো সংখ্যার কয়টি গুণিতক আছে?

উত্তর : অসংখ্য।

৪। গুণনীয়ক কী?

উত্তর : কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলোকেই ঐ সংখ্যার গুণনীয়ক বলে।

৫। গুণনীয়কের অপর নাম কী?

উত্তর : উৎপাদক।

৬। ২০ এর গুণনীয়কগুলো লেখ।

উত্তর : ১, ২, ৪, ৫, ১০ ও ২০।

৭। লসাগু এর পূর্ণরূপ লেখ।

উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

৮। ৬, ৯, ১২, ১৫ এর লসাগু কত?

উত্তর : ১৮০।

৯। লসাগু কাকে বলে?

উত্তর : সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাসাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে।

১০। ১২ ও ৩৬ এর লসাগু কত?

উত্তর : ৩৬।

১১। গসাগু কাকে বলে?

উত্তর : দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলে।

১২। ২, ৩, ৫ ও ৭ এর গসাগু কত?

উত্তর : ১।

১৩। গসাগু এর পূর্ণরূপ কী?

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।

১৪। ২৫টি কলা, ৭৫ টি আম ও ১২৫ টি লিচু সর্বাধিক কতজন বালক ও বালিকার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

উত্তর : ২৫ জন।

১৫। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি?

উত্তর : ২টি।

১৬। কোনো সংখ্যার গুণিতককে ঐ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

উত্তর : ভাগশেষ থাকবে না।

১৭। মৌলিক সংখ্যা কী?

উত্তর : ১ এর চেয়ে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ১ এবং ঐ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন : ২, ৩, ৫, ৭ ইত্যাদি।

Comments