৪১ বিসিএস লিখিত পরীক্ষার বুকলিস্ট - রবিউল আলম লুইপা
৪১ বিসিএস লিখিত পরীক্ষার বুকলিস্ট - রবিউল আলম লুইপা
বাংলা- এস্যুরেন্স/ প্রফেসরস (গ্রন্থ সমালোচনা- শীকর)
ইংরেজি- এস্যুরেন্স/ প্রফেসরস
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা - ওরাকল
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি- ওরাকল
বাংলাদেশ বিষয়াবলী- প্রফেসরস/এস্যুরেন্স
আন্তর্জাতিক বিষয়াবলী- প্রফেসরস/এস্যুরেন্স
বাংলাদেশের সংবিধান- আরিফ খান (ইতিহাস ও উপাত্তসহ)
অর্থনৈতিক সমীক্ষা- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
নীলক্ষেত থেকে আজকের (২ আগষ্ট, ২০২১) তথ্যানুযায়ী বাজারে সকল প্রকাশনীর লিখিত পরীক্ষার বই পাওয়া যাচ্ছে। প্রফেসরস প্রকাশনীর প্রতিটি লিখিত বইয়ের মূল্য ৪৮০ টাকা এবং এস্যুরেন্স ও ওরাকলের প্রতিটি লিখিত বইয়ের মূল্য ৪৯০ টাকা ।
দ্রষ্টব্য, উপরের বুকলিস্টগুলো ৪০ তম বিসিএসের লিখিত বইয়ের লেখা অনুযায়ী আমার ভালোলাগা (এবারের বই এখনো হাতে পাইনি)। নতুন প্রার্থী হলে আপনার জন্য সর্বোত্তম হলো, দোকান থেকে সবগুলো প্রকাশনীর বই দেখে তারপর সিদ্ধান্ত নেয়া। এছাড়াও ৪১ তম বিসিএসের লিখিত প্রস্তুতিতে অগ্রদূত, ইউনিক প্রকাশনী সহ অনেক নতুন নতুন লিখিত বই বাজারে আসার কথা শোনা যাচ্ছে। সেগুলোও যাচাই করে দেখা যেতে পারে (নতুনদের মধ্যে নতুনত্ব থাকতেই পারে)। ৬ষ্ট থেকে দ্বাদশ বোর্ড বইগুলো প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারেন (বিভিন্ন তথ্য ও গ্রাফ দেয়ার সুবিধার্থে)। লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখব দ্রুতই। সাথেই থাকুন।
© রবিউল আলম লুইপা
বিসিএস (সাধারণ শিক্ষা)
Comments
Post a Comment