বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি - আহমেদ সফা (ফেসবুক নাম)

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি - আহমেদ সফা (ফেসবুক নাম) 


যারা নতুন ৪১ তম বিসিএস রিটেন দিবেন এই পোস্ট তাদের জন্য!

 ক্যাডার হওয়ার দৌড়ে এগিয়া যাওয়ার জন্য বা এগিয়ে থাকার জন্য সবচেয়ে ভাইটাল হচ্ছে ইংলিশ!!

অনেকেই আছে যারা ম্যাথে ২০--২২ পেয়েও জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিন্তু এরকম খুব কমই আছে যারা ইংলিশে ৮০--৮৫ পেয়ে জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ইংলিশে ভালো করতে হলে, 

১ঃফ্রি-হ্যান্ড রাইটিং এ স্ট্রং হতে হবে, 

২ঃঅনুবাদে দক্ষ হতে হবে।

২ টা জিনিস নিজের আয়াত্ত্বে আনতে পারলেই ইংলিশে( ৬০-৬৫)% মার্ক তুলা পসিবল।

রিডিং ম্যাটারিয়াল ফর ইংলিশঃ

১ঃ প্রতিদিন ডেইলি স্টারের এডিটরিয়াল থেকে কমপক্ষে ১০ টা বাক্যের অনুবাদ(ইংলিশ টু বাংলা), প্রথম আলোর সম্পাদকীয় থেকে কমপক্ষে ১০ টা বাক্যের অনুবাদ ( বাংলা টূ ইংলিশ)।

এই প্র‍্যাক্টিসটা প্রতিদিন করতে হবে, একদিনও মিস করা যাবে না।

২ঃ ডেইলি স্টারের  এডিটরিয়াল পেজের যে কোন একটা কলামের সামারি করতে হবে। এইটাও প্রতিদিন করতে হবে একদিনও মিস দেওয়া যাবে না।

৩ঃ যে কোন গাইড বই থেকে( assurance গাইড বই টা ভালো লাগছে আমার কাছে) সাপ্তাহে অন্তত একটা Passage প্র‍্যাক্টিস করতে হবে।

৪ঃ Eassy এর জন্য রিসেন্ট ৭-৮ ইস্যু বাচাই করে ভালোভাবে নোট করে পড়তে হবে। 

৫ঃ লেটার এর জন্য বিগত বছরের গুলা দেখবেন, শুধু লেখার নিয়ম টা দেখলেই হবে, মুখস্ত করার দরকার নাই।

আজ এই পর্যন্তই।

হেপি রিডিং।

কোন কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

------------------------------------------------------------------------------------------------------------------

নিচের লেখাগুলো যারা প্রথম বার রিটেন দিবেন শুধু তাদের জন্য!!

রিটেনের নাম্বারগুলোকে মোটামুটি ২ ভাগে ভাগ করা যায়!

১ঃ এই পার্টটা কঠিন কিন্তু পরিশ্রম করলে নাম্বার তুলা যায়। 

যেমন, ম্যাথ= ৫০

মানসিক দক্ষতা = ৫০

ইংলিশ = ২০০

বাংলা সাহিত্য+ ব্যাকরণ + অনুবাদ= ৩০+৩০+১৫

বিজ্ঞান= ১০০

আন্তর্জাতিক = ৪০

টোটাল ৫১৫ নাম্বার এইগুলাতে পরিশ্রম করলে ৮০% এর মত নাম্বার তুলা যাবে!!

এই ৫১৫ নাম্বারের জন্য আমি যেভাবে পড়তাম

ইংলিশঃ অনুবাদ মিনিমাম প্রতিদিন ১.৩০ ঘন্টা( বাংলা টু ইংলিশ,ইংলিশ টু বাংলা)

প্রতিদিন  ডেইলি স্টারের একটা আর্টিকেলের সামারি করতাম।

প্রতিদিন এভারেজ ২.৫০ ঘন্টা ইংলিশ পড়তাম

ম্যাথঃ( ৯--১০)ম শ্রেনীর গণিত( জেনারেল + হায়াত ম্যাথ)। ওরাকল গণিত গাইড,এইচ এসসির ম্যাথ বই থেকে সম্ভাবতা, বিন্যাস ও সমাবেশ,বিগত বছরের প্রশ্ন।

মানসিক দক্ষতা ঃ ওরাকল গাইড।

বিজ্ঞানঃ ৯-১০ম শ্রেনীর বই, ওরাকল গাইড।

বাংলা সাহিত্যঃ সৌমিত্র শেখর স্যার এর বাংলা বই, প্রফেসর।

বাংলা ব্যাকরণ ঃ ৯--১০ম শ্রেনীর ব্যাকরণ বই, প্রমিত বাংলা বানান, যে কোন একটা গাইড বই।

আজ এই পর্যন্ত,  আগামিকাল বাকি অংশ আলোচনা করব।

হেপি রিডিং। 

লেখায় কোন ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Comments